ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোবাইল ফোন টয়লেটের চেয়েও বেশি নোংরা

প্রকাশিত: ০৫:৩০, ৬ ডিসেম্বর ২০১৮

মোবাইল ফোন টয়লেটের চেয়েও বেশি নোংরা

হালের গবেষণা জানাচ্ছে, টয়লেটের সিটের চেয়েও সাত গুণ বেশি নোংরা আমাদের ব্যবহৃত মোবাইল ফোনটি। তাতে রয়েছে ব্যাকটেরিয়া। যা ঘুরে বেড়াচ্ছে মোবাইল ফোনের সর্বত্র। চামড়ার খাপের জন্যই মোবাইলে এত বেশি ব্যাকটেরিয়া বাসা বাঁধে। যদি সেই মোবাইল ফোনটি কোন রাবারের খাপে রাখা হয় তাহলে ব্যাকটেরিয়ার দাপাদাপি একটু কমবে। তখন টয়লেট সিটের চেয়ে ৬ গুণ বেশি নোংরা হয় মোবাইল ফোন। এবার্ডিন বিশ্ববিদ্যালয়ের ব্যাকটেরিয়া বিশেষজ্ঞরা টয়লেট সিট আর মোবাইল ফোনের ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এ তথ্য জানিয়েছেন। তাঁরা দেখেছেন, টয়লেট সিটে ২২০ থেকে ২৫০টির মতো থাকে ব্যাকটেরিয়া। আর মোবাইল ফোনে ১ হাজার ৪৭৯ থেকে দেড় হাজারের মতো ব্যাকটেরিয়া থাকে। মোবাইল ফোন বেশিরভাগ সময় আমাদের হাতে থাকায় ব্যাকটেরিয়াগুলোও আসে আমাদের শরীর থেকে। তাই ওই সব ব্যাকটেরিয়া আমাদের শরীর-স্বাস্থ্যের পক্ষে ততটা বিপজ্জনক নয়। -অর্থনৈতিক রিপোর্টার
×