ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মালয়েশীয় বন্দর সম্প্রসারণ ॥ সিঙ্গাপুরের প্রতিবাদ

প্রকাশিত: ০৫:২৩, ৬ ডিসেম্বর ২০১৮

মালয়েশীয় বন্দর সম্প্রসারণ ॥ সিঙ্গাপুরের প্রতিবাদ

মালয়েশিয়ার সর্বদক্ষিণ রাজ্যের একটি বন্দর সম্প্রসারণ পরিকল্পনায় ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে প্রতিবেশী সিঙ্গাপুর। ওই পরিকল্পনা বাস্তবায়ন করলে মালয়েশীয় বন্দরটির অংশ তাদের জলসীমায় ‘ঢুকে পড়বে’ বলে অভিযোগ সিঙ্গাপুরের। তবে সিঙ্গাপুরের এই অভিযোগকে ‘সত্য নয়’ বলে বলে দাবি করেছে মালয়েশিয়া। বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ সিঙ্গাপুর প্রণালীর কিছু অংশ নিয়ে সিঙ্গাপুর-মালয়েশিয়ার মধ্যে বিরোধ বিদ্যমান। মালয়েশিয়ার বন্দর সম্প্রসারণের পরিকল্পনায় সেই বিরোধই আবার দৃশ্যমান হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিতর্কিত জলসীমায় সিঙ্গাপুরের সার্বভৌমত্ব প্রতিফলিত করতে মালয়েশিয়াকে তাদের বন্দরের সম্প্রসারণ থেকে পিছিয়ে যেতে এবং পরবর্তীতে একপাক্ষিকভাবে পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকতে বলেছে তারা। -ইয়াহু নিউজ
×