ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সব স্বপ্ন তছনছ

বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণী ডাক্তারের

প্রকাশিত: ০৫:৪৩, ৫ ডিসেম্বর ২০১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল তরুণী ডাক্তারের

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিজয় সরণিতে মঙ্গলবার ভোরে গ্রিন লাইন বাসের ধাক্কায় আখতার জাহান রুম্পা (২৮) নামে এক তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে। কয়েকদিন পরই চট্টগ্রামে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তার। বধূ বেশে শ্বশুরবাড়িতে আর যাওয়া হলে না তার। একটি দুর্ঘটনায় তার সে স্বপ্ন বিষাদে পরিণত হলো। রুম্পার দেবর সাইদ মোহাম্মদ আবদুল্লাহ কান্নাজড়িত কণ্ঠে জানান, ভাবী রুম্পার বাড়ি চট্টগ্রামের হালিশহরে। তিনি সিলেটের ওসমানীনগরের বার্ডসআই হাসপাতালের চিকিৎসক ছিলেন। আব্দুল্লাহ জানান, দুই মাস আগে আক্দ হয়েছিল তার। ভাই কাজী মোহাম্মদ মহসীনও পেশায় চিকিৎসক। চট্টগ্রামে থাকেন। চিকিৎসক হিসেবে প্রাইভেট প্র্যাকটিস করেন। এই শীতেই রুম্পা ভাবীকে বাসায় তুলে আনার কথা ছিল। আব্দুল্লাহ আরও জানান, রাজধানীর শ্যামলীর চক্ষু হাসপাতালে চাকরির সাক্ষাতকার দিতে এসেছিলেন ভাবী রুম্পা। এজন্য মঙ্গলবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। পরে সিএনজিতে করে গন্তব্যস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে বিজয় সরণি মোড়ে গ্রিন লাইন পরিবহরের একটি বাস ভাবীকে বহনকৃত সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আখতার জাহান রুম্পাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। কান্না ও আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরের দিকে মহাখালী থেকে সিএনজি অটোরিক্সায় চড়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন রুম্পা। এ সময় বিপরীত দিক থেকে আসা গ্রিন লাইন পরিবহনের একটি বাস সিএনজিকে ধাক্কা দিলে সেটি রাস্তায় উল্টে পড়ে। এ ঘটনায় নারী চিকিৎসক আক্তার জাহান রুম্পা এবং সিএনজি চালক গুরুতর আহত হন। পরে রাস্তার পাশে কাজ করতে থাকা শ্রমিকরা অটোরিক্সার চালককে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। আহত নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী আবু হানিফ জানিয়েছেন, সিএনজিটিকে ধাক্কা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়। তাই বাসটিকে আটক করা যায়নি। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, প্রথমে অজ্ঞাত হিসেবে ওই নারীর লাশ হাসপাতাল মর্গে ছিল। পরে স্বজনরা এসে তার লাশ শনাক্ত করেন। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ট্রাফিক বিভাগ পশ্চিমের অতিরিক্ত উপকমিশনার মনজুর মোর্শেদ বলেন, সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়া ঘাতক গ্রিন লাইন পরিবহন বাসটি জব্দ করা যায়নি। তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, এ ঘটনায় আহত হন সিএনজি চালক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পরই বাসটি পালিয়ে যায়। নিহত আখতার জাহানের বাবার নাম আখতারুজ্জামান। গ্রামের বাড়ি কুমিল্লায়।
×