ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ০৫:০৯, ৫ ডিসেম্বর ২০১৮

শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার পালিত হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৭৯তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ তার বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ মনির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে বহুমুখী প্রতিভার অধিকারী এ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, বিএনপি বলছে রিটার্নিং অফিসাররা নাকি সৎ মায়ের ভূমিকা রাখছে। হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করছে। কিন্তু বিএনপি জানে, দুর্নীতির অপরাধে অপরাধী, দ-িত ব্যক্তিরা, ঋণখেলাপীরা নির্বাচনে অংশ নিতে পারবে না। তাহলে কেন বিএনপি এসব দ-িত অপরাধী ও ঋণখেলাপীদের মনোনয়ন দিল? বিএনপির অযোগ্যতা কেন নির্বাচন কমিশনের ঘাড়ে চাপাতে চাচ্ছে ? তিনি বলেন, আসলে নির্বাচন কমিশন এবং জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ইস্যু তৈরি করে মানুষকে বিভ্রান্ত করাই হচ্ছে বিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্যে। তিনি প্রশ্ন রেখে বলেন, যুবলীগের প্রতিষ্ঠাতা হিসেবে বঙ্গবন্ধু কেন শেখ মনিকে নির্বাচিত করেছিলেন? এর উত্তর খুঁজতে গেলে আমাদের শেখ মনির জীবন দর্শন ও দার্শনিকতা বিশ্লেষণ করতে হবে। শেখ মনি ছিলেন বঙ্গবন্ধুর সৈনিক, অন্ধ চাটুকার নন। বঙ্গবন্ধুর চারপাশে অনেক সুবিধাবাদীদের বিষয়েও তার কলম ছিল উদ্যত।
×