ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন নিয়ে গুরুতর সন্দেহ মান্নার

প্রকাশিত: ০৫:০৭, ৫ ডিসেম্বর ২০১৮

নির্বাচন নিয়ে গুরুতর সন্দেহ মান্নার

স্টাফ রিপোর্টার ॥ দীর্ঘ ১০ বছর পর দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘বর্তমান নির্বাচন পরিস্থিতি এবং নির্বাচনি এলাকা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন তিনি। নাগরিক ঐক্য আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন দেখা গেলেও শেষ পর্যন্ত এই নির্বাচনটি আদৌ ন্যূনতম গ্রহণযোগ্য হবে কিনা, তা নিয়ে গুরুতর সন্দেহ রয়েছে। মান্না বলেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের আচরণ আমাদের সমাজে এই সন্দেহ প্রতিদিন আরও শক্তিশালী করছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর বিরোধী দলের জন্য পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হওয়ার প্রত্যাশাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন নতুন করে পরিস্থিতি আগের চাইতে আরও বেশি খারাপ হচ্ছে। তিনি বলেন, প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের কারণে সুষ্ঠু নির্বাচনের পথে বাধা তৈরি হলে যে সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে, তার সম্পূর্ণ দায়-দায়িত্ব প্রশাসন ও পুলিশকে নিতে হবে। সবার মনে রাখা উচিত, এই সরকারই শেষ সরকার নয়। এই নির্বাচনের পরিবেশ লেভেল প্লেয়িং ফিল্ডের ধারেকাছেও নেই মন্তব্য করে মান্না বলেন, একদিকে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সুযোগ নিচ্ছে, অন্যদিকে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন তীব্র রয়ে গেছে। কথাগুলো আমাদের না, কথাগুলো বলা হয়েছে ব্রিটিশ এমপিদের জন্য তৈরি হাউস অব কমন্সের লাইব্রেরির গবেষণাপত্রের মূল্যায়নে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতার নিয়মকানুনের প্রতি (রুলস অব গেম) সার্বিক আস্থার মাত্রা তলানিতে রয়ে গেছে।
×