ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে নতুন বাণিজ্য চুক্তি

প্রকাশিত: ০৫:৩১, ৩ ডিসেম্বর ২০১৮

 যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে নতুন বাণিজ্য চুক্তি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মধ্যে নতুন বাণিজ্য চুক্তি হয়েছে। জি-২০ সম্মেলনের প্রথম দিনে এই চুক্তিতে সই করেন উত্তর আমেরিকার এই তিন দেশের প্রেসিডেন্ট। নতুন এই চুক্তিতে নিজেদের মধ্যে ১ লাখ ২০ হাজার কোটি ডলারের পশু বাণিজ্যকে প্রাধান্য দিয়েছেন ৩ দেশের নেতারা। তবে শীঘ্রই কার্যকর হচ্ছে না এই চুক্তি। দেশগুলোর পার্লামেন্ট সদস্যদের অনুমোদনের পর কার্যকর হবে ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা এগ্রিমেন্ট- ইউএসএমসিএ। টুইট বার্তায় ট্রাম্প জানান, নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (নাফটা) চুক্তির বিকল্প হিসেবে কানাডা ও মেক্সিকোর সঙ্গে একটি দারুণ চুক্তি হয়েছে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় থেকে নাফটা চুক্তির বিরোধিতা করে আসছেন ট্রাম্প। -অর্থনৈতিক রিপোর্টার
×