ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আগামী বছরের প্রথমে উনের সঙ্গে বৈঠক ॥ ট্রাম্প

প্রকাশিত: ০৪:১৮, ৩ ডিসেম্বর ২০১৮

 আগামী বছরের  প্রথমে উনের  সঙ্গে বৈঠক ॥ ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার আশা প্রকাশ করে বলেছেন আগামী বছর প্রথম দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় বৈঠকটি হতে পারে। বছরের শুরুর দিকে জানুয়ারি বা ফেব্রুয়ারিতেই এটি হতে পারে। জি-২০ সম্মেলন শেষে আর্জেন্টিনা থেকে দেশে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে তিনি একথা বলেন। এর আগে এ বছর জুনে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা উনের সঙ্গে বৈঠকে তার প্রথম বৈঠকটি হয়। এএফপি। ট্রাম্প ও উনের বৈঠকের সম্ভাব্য ভেন্যু হতে পারে তিনটি। যার একটি হতে পারে আর্জেন্টিনা, এবারের জি-২০ আয়োজনের স্বাগতিক দেশ। জুনে সিঙ্গাপুরে যে বৈঠকটি হয় তার প্রধান উদ্দেশ্য ছিল কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্র মুক্ত করা। এ নিয়ে তখন দু’নেতা চুক্তি স্বাক্ষর করেন। উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচী পুরোপুরি ত্যাগ করার প্রতিশ্রুতি দেয়।
×