ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তি ও পরিবারের সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

প্রকাশিত: ০৭:০৬, ২ ডিসেম্বর ২০১৮

যুদ্ধাপরাধে দণ্ডিত ব্যক্তি ও পরিবারের সদস্যদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ১ ডিসেম্বর ॥ ‘স্বাধীনতাবিরোধীদের ধ্বংস করো, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ো’ স্লোগান সামনে রেখে পিরোজপুরে মুক্তিযুদ্ধ বিরোধী কোন রাজনৈতিক দল ও যুদ্ধাপরাধীর দায়ে দণ্ডিত স্বাধীনতাবিরোধী ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের টাউন ক্লাব সড়কে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) পিরোজপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধনে স্থানীয় মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে পিরোজপুর জেলা জাসদ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাসদ সভাপতি চিত্তরঞ্জন বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি গৌতম চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক রেজাউল করিম মন্টু সিকদার, জাতীয় পার্টি (জেপি) জেলা কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিউল ইসলাম আতিকসহ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা, নির্বাচন কমিশনের প্রতি মুক্তিযুদ্ধবিরোধী কোন রাজনৈতিক দল ও যুদ্ধাপরাধীর দায়ে দণ্ডিত স্বাধীনতা বিরোধী ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানান। উল্লেখ্য, যুদ্ধাপরাধে আজীবন কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী আসন্ন নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
×