ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘গ্রুপ থিয়েটার দিবস-২০১৮’ উদ্যাপিত

প্রকাশিত: ০৪:১৩, ১ ডিসেম্বর ২০১৮

 ‘গ্রুপ থিয়েটার দিবস-২০১৮’ উদ্যাপিত

সংস্কৃতি ডেস্ক ॥ জাঁকজমকপূর্ণ আয়োজনে গত ২৯ নবেম্বর উদ্যাপিত হলো ‘গ্রুপ থিয়েটার দিবস-২০১৮’। বরাবরের মতো এবার এক আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন শুরু হয়। বিকেল চারটায় বাংলাদেশ মহিলা সমিতি থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শিল্পকলা একাডেমি চত্বরে এসে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে জাতীয়নাট্যশালায় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকীর নেতৃত্বে ফেডারেশনের ওয়েবসাইট উদ্বোধন করা হয় । এরপর ফেডারেশনভুক্ত দলগুলোর মধ্যে প্রতিনিধি পরিচয়পত্র বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে মঞ্চনাটকে বিশেষ অবদানের জন্য রূপসজ্জা শিল্পী বঙ্গজিত দত্ত এবং আলোক শিল্পী সিরাজ আহমেদকে মরণোত্তর গ্রুপ থিয়েটার সম্মাননা প্রদান করা হয়। গ্রুপ থিয়েটার দিবস-২০১৮ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার, নাট্যজন নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, নাট্যজন আতাউর রহমান, নাট্যজন মামুনুর রশীদ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের নাট্যসংগঠনসমূহের নাট্যশিল্পীরা। এছাড়াও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সম্মানিত সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকী। ‘গ্রুপ থিয়েটার দিবস-২০১৮’-এর সান্ধ্যকালীন সাংস্কৃতিক আয়োজনে বাংলাদেশের জনপ্রিয় কয়েকটি একক নাটকের অংশবিশেষ অভিনীত হয়। এছাড়াও দেশবরেণ্য শিল্পীরা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। জলের গান’র সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে ‘গ্রুপ থিয়েটার দিবস-২০১৮’-এর আয়োজনের সমাপ্তি টানা হয়। প্রসঙ্গত, ১৯৮০ থেকে ২০১৮ দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাদেশ নাট্য আন্দোলনের গর্বিত সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩৮ বছর পূর্ণ হলো। ‘গ্রুপ থিয়েটার. দিবস’ হিসেবে স্বীকৃত ২৯ নবেম্বরকে কেন্দ্র করে প্রতি বছর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন বিশেষ আয়োজন করে থাকে।
×