ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মুমিনুলের বিশ্বাস তবু খেলবেন এ দেশ সেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান

অনুশীলনে আঙ্গুলে চোট পেলেন মুশফিক

প্রকাশিত: ০৪:৩২, ২৯ নভেম্বর ২০১৮

অনুশীলনে আঙ্গুলে চোট পেলেন মুশফিক

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুক্রবার শুরু হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। হাতে আজকের দিনটিই বাকি। দুইদিন আগে একটি দুঃসংবাদ মিলল। দেশসেরা উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহীম অনুশীলনে আঙ্গুলে চোট পেয়েছেন। তবে চোট গুরুতর নয় বলেও জানা গেছে। মুমিনুল হকের বিশ্বাস আঙ্গুল ভেঙ্গে গেলেও দ্বিতীয় টেস্টে খেলবেন মুশফিক। মুশফিকের এ চোট পাওয়ায় একটু হলেও বাংলাদেশ শিবিরে অস্বস্তি বিরাজ করছে। বুধবার অনুশীলনে বাঁহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন তিনি। একদিন বিশ্রামে থাকবেন মুশফিক। মিরপুরে সকালে বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলন করার সময় এ চোট পান। এরপর আর অনুশীলন করেননি। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ও একটু আঙ্গুলে ব্যথা পেয়েছে। আমরা ওর এক্স-রে করিয়েছি। রিপোর্টে আঙ্গুলে কোন চিড় ধরা পড়েনি। আমার মনে হয় এটা গুরুতর কিছু না। তবে যেহেতু একটা ব্যথা পেয়েছে আজ (বুধবার) তাই ও পুরোপুরি বিশ্রামে থাকবে।’ সম্প্রতি টেস্টে ভাল ফর্মে আছেন মুশফিক। জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টে করেছিলেন অপরাজিত ডাবল সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে অবশ্য দুই ইনিংস মিলিয়ে ২৩ রানের বেশি করতে পারেননি। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ। ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। মিরপুর টেস্ট জিতলে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। যখন সেই পরিকল্পনাতেই দল এগিয়ে যাচ্ছে, এমন সময় চোট পেলেন মুশফিক। তিনি এখন দ্বিতীয় টেস্টে খেললেও কি পুরো উদ্যমে খেলতে পারবেন? সেই প্রশ্ন থাকছেই। তবে মুমিনুল মনে করছেন পারবেন। দলের প্রতি মুশফিকের যে নিবেদিতপ্রাণ তাতে আঙ্গুল ভেঙ্গে গেলেও মুশফিক খেলবেন। ভাল ব্যাটিংও করতে পারবেন। মুমিনুলের বিশ্বাস এমনই। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ! আমার মনে হয় মুশফিক ভাই ভাল আছে। আমি যতটুকু জানি ভেঙ্গে গেলেও সে খেলবেন। আমার মনে হয়। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ ভাঙ্গে নাই হয়তো ভাল আছে।’ বিষয়টি মজা করে বলেননি মুমিনুল। দলের প্রতি মুশফিকের যে নিবেদন সেই বিষয়টিই সামনে তুলে ধরার চেষ্টা করেছেন মুমিনুল। তাছাড়া এর আগেও মুশফিকের এমন নিবেদন দেখা গেছে। গত বছর নিউজিল্যান্ড সফরে টেস্টে টিম সাউদির বলে ডান হাতের বুড়ো আঙ্গলে ব্যথা পান মুশফিক। দেড়দিন কিপিং না করে আর দুই দিন মাঠের বাইরে থাকার পর দলের প্রয়োজনে ফের দায়িত্ববোধের চরম নিদর্শন হিসেবে মাঠে নামেন মুশফিক। মুশফিকের এমন অবস্থায় ব্যাটসম্যানদের ওপর চাপ আরেকটু বেড়ে গেল। বিশেষ করে সৌম্য সরকার, অভিষেক হলে সাদমান ইসলাম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের ওপর চাপ বাড়ল। মুশফিক খেললেও যে পুরো উদ্যমে খেলতে পারবেন এর কোন নিশ্চয়তা নেই। মুমিনুল অবশ্য সবসময়ই নৈপুণ্য দেখাতে চেষ্টা করেন। টেস্টটাই খেলেন। সেই খেলায় নিজেকে উজাড় করে দেন। আরেকটি সেঞ্চুরি করলে টেস্টে এ বছর পাঁচ সেঞ্চুরি করে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হবেন মুমিনুল। ভারতের বিরাট কোহলিকেও (চার সেঞ্চুরি) ছাপিয়ে যাবেন। মুমিনুল অবশ্য এসব নিয়ে চিন্তা করেন না। তিনি বলেছেন, ‘আমি ওইভাবে চিন্তা করছি না যে আমার আরেকটা সুযোগ আছে। আমি সবসময় চেষ্টা করি টিমের জন্য যতটুকু করা যায়, ব্যাটিংয়ের সময় যত সেশন খেলা যায়, আমি যেভাবে প্ল্যান করি, আমার যে রুটিন ওইভাবে চেষ্টা করি। হইলে হইলো, না হইলে নাই।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে জেতার জন্যই নামবেন মুমিনুল। তাই জানালেন, ‘আমি যেভাবে চিন্তা করি, বলতে গেলে জিম্বাবুইয়ে সিরিজটা শেষ, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ফার্স্ট টেস্টটাও শেষ। এখন আমাদের দ্বিতীয় টেস্টটা নতুন করে শুরু করতে হবে। তো আমরা দ্বিতীয় টেস্টটা জেতার জন্যই নামব। যেসব জায়গায় আমাদের ল্যাকিংস ছিল ওইসব জায়গায় ইমপ্রুভ করার চেষ্টা করব। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; সব জায়গায়। ওইভাবেই দেখছি যে সামনে যেটা আছে সেটা নিয়ে চিন্তা করছি। জেতার জন্যই খেলব। অবশ্যই ম্যাচ জেতা। আপনি যেটা বললেন হোয়াইটওয়াশ করব, সেটাই। ম্যাচ জিতের জন্য নামব যখন জিনিসটাতো হয়েই যাবে। আর আপনি যদি আগে থেকে চিন্তা করেন হোয়াইটওয়াশ করব, হোয়াইটওয়াশ করব তাহলে ফোকাসটা এই জায়গা থেকে সরে যাবে স্পেসিফিক জায়গা থেকে। আপনি যদি চিন্তা করেন ম্যাচ জেতার জন্য, অটোমেটিকলিই হয়ে যাবে।’
×