ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসএসসির ফরম পূরণ

ফির অতিরিক্ত টাকা ফেরত দিচ্ছে যাত্রাবাড়ী আইডিয়াল

প্রকাশিত: ০৬:৪০, ২৬ নভেম্বর ২০১৮

 ফির অতিরিক্ত টাকা ফেরত দিচ্ছে  যাত্রাবাড়ী  আইডিয়াল

স্টাফ রিপোর্টার ॥ এসএসসির ফরম পূরণের সময় পরীক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত প্রায় ২৫ লাখ টাকা ফেরত দিতে শুরু করেছে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ। রবিবার থেকে এ প্রক্রিয়া শুরু হয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান হাওলাদার জানান, অভিভাবকদের দাবি মেনে টাকা ফেরত দেয়া শুরু হয়েছে এবং সোমবারের মধ্যে সবাই টাকা বুঝে পাবেন। সূত্র জানায়, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা ৬শ’ ৩৭ জন। তাদের কাছ থেকে সরকার-নির্ধারিত ফির চেয়ে প্রায় সাড়ে ৪ হাজার টাকা বেশি নেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, ফরম পূরণে সরকার নির্ধারিত ফির তুলনায় অতিরিক্ত অর্থ আদায় করা মামলাযোগ্য অপরাধ। স্কুল কর্তৃপক্ষ অতিরিক্ত আদায় করা টাকা ফেরত দেয়া শুরু করেছে। সবাই টাকা ফেরত পেয়েছেন কিনা তার খোঁজ রাখা হবে। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায় করার অভিযোগে গত ১১ নবেম্বর আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজে অভিযান চালায় দুদক। দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ এই অভিযান সমন্বয় করেন। অভিযানে সরাসরি অংশ নেন দুদকের সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান ও উপ-সহকারী পরিচালক জিএম আহসানুল কবীর। পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে চালানো অভিযানের সময় অতিরিক্ত ফি হিসেবে আদায় করা টাকা ফেরত দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন শিক্ষা প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।
×