ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাণিজ্যযুদ্ধে ২০১৯ সালে বৈশ্বিক অর্থনীতিতে শ্লথ গতি

প্রকাশিত: ০৫:১৫, ২৬ নভেম্বর ২০১৮

 বাণিজ্যযুদ্ধে ২০১৯ সালে বৈশ্বিক অর্থনীতিতে  শ্লথ গতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিবাদ ও বিভিন্ন দেশে ঋণের সুদহার বাড়ায় ২০১৯ সালে বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতি থাকবে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন এ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। এতে জানানো হয়, রাশিয়া, ব্রাজিল, তুরস্ক, দক্ষিণ আফ্রিকাসহ অনেক দেশে ঋণের সুদহার বাড়ানো হয়েছে। ফলে বিনিয়োগ কমেছে। অন্যদিকে চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্য দ্বন্দ্ব এবং ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার নেতিবাচক প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে। চলতি বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশ হলেও আগামী বছরে তা ৩ শতাংশ নামবে বলে পূর্বাভাস দিয়েছে ওইসিডি। প্রবৃদ্ধি ধরে রাখতে কর কর্তন ও ব্যাপক অর্থনৈতিক প্রণোদনা গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
×