ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পতাকা বিক্রেতা তৌসিফ

প্রকাশিত: ০৪:১০, ২৫ নভেম্বর ২০১৮

 পতাকা বিক্রেতা তৌসিফ

স্টাফ রিপোর্টার ॥ এদেশের অসংখ্য টেলিভিশন নাটকে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা উঠে এসেছে। সেই ধারাবাহিকতায় নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ এবং নাগরিক ইট-পাথরের ব্যস্ত শহরে মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি ভালবাসার আকুতি কতটুকু এমন প্রশ্নকে উপজীব্য করে নির্মিত হয়েছে নাটক ‘পতাকা’। নাটকটি লিখেছেন রুদ্র মাহফুজ। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। বিজয় দিবসের বিশেষ এই নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রতিভাবান অভিনেতা তৌসিফ মাহবুব ও মডেল-অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি উত্তরা, ৩০০ ফিট, শাহবাগসহ ঢাকার কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। নাটকটি প্রসঙ্গে তৌসিফ বলেন, শরাফত নামের একটি চরিত্রে অভিনয় করেছি আমি। সে নদীভাঙ্গা এক হতভাগ্য। কাজের সন্ধানে ঢাকায় এসে মৌসুমি পণ্যের হকারে পরিণত হয়। একপর্যায়ে সে পতাকা বিক্রি শুরু করে এবং ঘটনাক্রমে লক্ষ্য করে বিপন্ন-পরাস্ত দেশপ্রেমকে। নাট্যকারকে ধন্যবাদ দিতে চাই, তিনি খুব সহজ করে জটিল একটি বিষয়কে লিখেছেন স্বপ্ন ও আশার উজ্জীবনে এবং পরিচালক তা ক্যামেরাবন্দী করেছেন তার স্বকীয় সৃজনশীলতায়। নাটকটিতে মালেকা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। তাকে দেখা যাবে এক বাসাবাড়ির কাজের মেয়ের চরিত্রে। পরিচালক কাজী সাইফ আহমেদ বলেন, মুক্তিযুদ্ধ শুধু আমাদের হৃদয়ে নিরন্তর সৃজনের বীজ রোপিতই করে দেয়নি বরং যে কোন সৃজনশীল মানুষের জন্য নতুন চিন্তার দরজাও উন্মুক্ত করে দিয়েছে। বিশেষ করে শরাফত ও মালেকা চরিত্র দিয়ে তৌসিফ ও সাফা গতানুগতিক ধারা থেকে বের হয়েছেন এবং নিজেদের ভাঙতে পেরেছেন। মুক্তিযুদ্ধের চেতনা নতুনভাবে জাগ্রত হওয়ার উদ্দীপনাও ব্যক্ত হয়েছে এই নাটকে।
×