ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নদী দখল রোধে মৃত্যুদন্ডের প্রস্তাব

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ নভেম্বর ২০১৮

নদী দখল রোধে মৃত্যুদন্ডের প্রস্তাব

স্টাফ রিপোর্টার ॥ নদী দখল রোধে মৃত্যুদন্ডের মতো কঠোর সাজার বিধান রেখে আইন করার প্রস্তাব করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচীর উদ্বোধনে তিনি এই মন্তব্য করেন। র‌্যাবের ডিজি বেনজীর বলেন, গায়ের জোরে কেউ নদী দখল করবে সভ্য দেশে এটা হতে পারে না। অসভ্য লোক আমাদের দরকার নেই, যারা ক্ষুধার্ত হায়েনার মতো আচরণ করে। এটি বাঙালি জাতির সঙ্গে যায় না। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আয়োজিত এই অনুষ্ঠানে বেনজীর আহমেদ বলেন, নদী দূষণ যেমন সমস্যা, দখল কিন্তু আরেকটি সমস্যা। দখল রোধের জন্য কঠিন আইন দরকার।
×