ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লালনগীতি ও যাত্রানুষ্ঠান

প্রকাশিত: ০৫:৩৪, ২৪ নভেম্বর ২০১৮

 লালনগীতি ও যাত্রানুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ প্রতি বছরের মতো এবারও ঢাকা জেলার ধামরাই উপজেলার বারবাড়িয়া বাজারে অনুষ্ঠিত হচ্ছে পীরে কামেল দরবেশ আলী স্মরণে ১৮তম বাৎসরিক উরস মোবারক। এ উপলক্ষে চারিপাড়া- বারবাড়িয়া যুবক সমিতির উদ্যোগে আজ ও আগামীকাল দু’দিনব্যাপী এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. এ মালেক। উদ্বোধন করবেন গাংগুটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের মোল্লা। সভাপতিত্ব করবেন ধামরাই উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল লতিফ বিশ্বাস। আজ শনিবার সন্ধ্যায় লালনগীতির আসরে অংশগ্রহণ করবেন কুষ্টিয়ার লালন সাঁইজী আখড়ার শিল্পীরা। আগামীকাল রবিবার রাত ৯টায় পরিবেশিত হবে সামাজিক যাত্রাপালা ‘জীবন নদীর তীরে।’ রঞ্জন দেবনাথ রচিত ও মোঃ আলতাফ হোসেন নির্দেশিত এ যাত্রাপালায় অভিনয় করছেন- আলতাফ হোসেন, এম. আলীম, মমিনুর রহমান খান, দেলোয়ার জাহান ঝন্টু, মোবারক হোসেন, জিয়াউল হক, দুলাল ঘোষ, আবুল হোসেন, সত্যবাবু, জিন্নাহ, মানিক, রফিকুল ইসলাম, হামিদা আক্তার, ডলি, শিউলী, শান্তা ইসলাম। অনুষ্ঠানের সমন্বয়কারী- এম. আলীম। আয়োজক কমিটির প্রধান এবং যাত্রাপালার নির্দেশক মোঃ আলতাফ হোসেন বলেন- ‘ওরস উপলক্ষে এই অঞ্চলে ধর্মীয় ও সামাজিক যাত্রাপালার সূচনা হয়েছিল বহুবছর আগে। আমরা অত্যন্ত ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখছি। আমাদের এই যাত্রা গণমানুষকে সাম্য-সম্প্রীতির চেতনায় উজ্জীবিত করে। মানুষে মানুষে বিভেদ দূর করে। দেশ ও মাটিকে সমৃদ্ধ করার শক্তি যোগায়।’
×