ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৮:০৫, ২৩ নভেম্বর ২০১৮

 ফ্যাশন সংবাদ

সুহৃদ ॥ ঋতু বৈচিত্র্যতার কারণে হেমন্ত বাঙালী জীবনে তাৎপর্যপূর্ণ ঋতু। হেমন্ত ঋতু বৈচিত্র্যের কথা চিন্তা করে অনলাইন ফ্যাশন শপ সুহৃদ বেশ কিছু স্টাইলের পাঞ্জাবি এনেছে। আবহাওয়া বিবেচনায় হেমন্ত উপলক্ষে অনলাইন ফ্যাশন শপ সুহৃদ বাজারে এনেছে হাতের কাজের শর্ট পাঞ্জাবি। পাশাপাশি এ্যান্ডি ও সুতির হাতের কাজের পাঞ্জাবিও। সুহৃদ বেশ কিছু জ্যামিতিক মোটিফের পাঞ্জাবি বাজারে এনেছে। এছাড়াও এ্যাপলিক, এম্ব্রয়ডারি, কারচুপি, হাতের ভরাট কাজ ও বিভিন্ন লেস ব্যবহার করে পাঞ্জাবিতে দেয়া হয়েছে উৎসবের ছোঁয়া হট লাইন : ০১৫৫৪ ৮৫৫ ৩৮৪। উজ্জ্বলা ॥ বাংলাদেশের অন্যতম রূপচর্চা শিক্ষাকেন্দ্র উজ্জ্বলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ১৪ নবেম্বর ২০১৮ বুধবার দিনব্যাপী একটি বর্ণাঢ্য সংস্করণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উজ্জ্বলা পথপ্রদর্শক ২০১৮ শিরোনামের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক, মো. শফিকুল ইসলাম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের বিউটি ইন্ডাস্ট্রির অন্যতম পথিকৃত জেরিনা আজগর, কারুশিল্প গবেষক, লেখক এবং ডিজাইন উপদেষ্টা চন্দ্র শেখর সাহা, পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, বরেণ্য শিল্পী কনকচাঁপা চাকমা এবং সাবেক হ্যান্ডবল কোচ ডালিয়া আক্তার। দিনব্যাপী এই অনুষ্ঠান শেষ হয় উজ্জ্বলার শিক্ষার্থীদের অংশগ্রহণে সৌন্দর্যবিষয়ক প্রতিযোগিতার মূলপর্ব। সারা বাংলাদেশে মানসম্পন্ন বিউটিশিয়ান তৈরির লক্ষ্যে আয়োজিত হচ্ছে এই প্রতিযোগিতা।
×