ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২৫০০ কোটি টাকা ব্যয়ে রূপগঞ্জে কারখানা তৈরির উদ্যোগ

দেশেই তৈরি হবে জার্মানির গাড়ি

প্রকাশিত: ০৫:০৩, ২৩ নভেম্বর ২০১৮

দেশেই তৈরি হবে জার্মানির গাড়ি

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রথমবারের মতো দেশেই জার্মানির গাড়ি তৈরি ও মেরামত কারখানা চালু হতে যাচ্ছে। এতে থাকবে কার ম্যানুফ্যাকচারিং, রিম্যানুফ্যাকচারিং, মোডিফিকেশন ও রিপেয়ারিং সুবিধা। কারখানার পাশেই থাকবে গাড়ির মালিক ও সেবাগ্রহণকারীদের রাত্রিযাপন এবং বিনোদনের ব্যবস্থা। ২৫০০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় যৌথভাবে পরিবেশবান্ধব এই কারখানা করবে জাপান বাংলাদেশ গ্রুপ, প্রধান গ্রুপ, জার্মান অটো ও একে রেস্টোরেশন এ্যান্ড কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উদ্যোক্তারা। এ সময় উপস্থিত ছিলেন প্রধান গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সেলিম, একে রেস্টোরেশন এ্যান্ড ম্যানুফ্যাকচারিংয়ের মালিক গুযেন্টার এরউন ক্লোস ও পরিচালক আলেকজান্ডার পাহেরা ক্লোস। এ সময় সেলিম প্রধান নতুন এই ব্যবসায়ী উদ্যোগের পরিকল্পনা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গাড়ি প্রদর্শনীর জন্য কারখানার পাশেই স্থাপন করা হবে শোরুম ‘কারওয়ার্ল্ড।’ ক্রেতা দর্শনার্থীদের জন্য এই শোরুম খোলা হবে প্রতিদিন সকাল ৯টায়। এ ছাড়াও থাকবে রেস্টুরেন্ট, ক্লাব, মুভি থিয়েটার। থাকবে অত্যাধুনিক রিলেক্সিং প্লেস। যেখানে গাড়ির মোডিফিকেশন ও রিপেয়ারিং সেবাগ্রহণকারীদের জন্য রাত্রিযাপনের ব্যবস্থা থাকবে। সংশ্লিষ্টরা জানান, গাড়ি তৈরির এই প্রকল্পে প্রথম কিস্তিতে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এতে কর্মসংস্থান হবে প্রায় ১২০০ মানুষের। দ্বিতীয় কিস্তিতে বিনিয়োগ করা হবে আরও ১৭৫০ কোটি টাকা।
×