ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে বি চৌধুরীর বৈঠক

প্রকাশিত: ০৭:৩৬, ২১ নভেম্বর ২০১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে বি চৌধুরীর বৈঠক

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহাজোটের হয়ে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী মঙ্গলবার রাতে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রায় একঘণ্টার বৈঠকে তারা জাতীয় ফ্রন্টের অনুক‚লে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বৈঠকের ফলাফল সম্পর্কে কোন কথা বলতে রাজি হননি দলটির নেতারা। জানা গেছে, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীকে সঙ্গে নিয়ে বদরুদ্দোজা চৌধুরী গণভবনে যান। সেখানে আগামী নির্বাচনকে সামনে রেখে আসন বণ্টন নিয়ে আলোচনা করেন। বৈঠকে শেষে মাহী বি চৌধুরী শুধু বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বি চৌধুরী একাই ছিলেন। কী নিয়ে আলোচনা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কোন কথা বলতে রাজি হননি তিনি। আওয়ামী লীগের পক্ষ থেকে এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। তবে বৈঠক সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় যুক্তফ্রন্টের পক্ষ থেকে ২০ থেকে ২২টি আসন দাবি করা হয়েছে। বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী আসনের তালিকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়ে বিবেচনার অনুরোধ জানান। বিজয়ী হওয়ার মতো প্রার্থী থাকলে অবশ্যই তা বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। সূত্রটি আভাস দেন, বৈঠকে প্রাথমিকভাবে মুন্সীগঞ্জ-১ আসনে মাহী বি চৌধুরী এবং লক্ষ্মীপুর-৪ আসনটি বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানকে ছেড়ে দেয়া হতে পারে। এর আগে এ বিষয়ে মাহী বি চৌধুরী বলেছিলেন, মহাজোটের সঙ্গে ঐক্য নিয়ে আমাদের আলোচনা চলছে। আমরা নিশ্চয় নির্বাচনে জয়ী হব, এমন প্রার্থী তালিকা নিয়েই আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করব। আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, আগামী নির্বাচনে তারা কোন ঝুঁকি নেবে না। একাধিক জরিপ অনুযায়ী দল ও জোটের যেসব প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে তাকেই মনোনয়ন দেয়া হবে। বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই এমন কাউকেই ছাড় দেবে না তারা। জাতীয় পার্টির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে লুকোচুরি ॥ মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই গুজব ছড়িয়ে পড়ে এইচ এম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির নেতারা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। এ নিয়ে যোগাযোগ করা হলে জাতীয় পার্টির কোন পর্যায়ের নেতাই তা স্বীকার করেননি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ জনকণ্ঠকে জানান, তিনি গণভবনে যাননি। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠকও হয়নি। দলটির মহাসচিব রুহুল আমিন হাওলাদার জনকণ্ঠকে জানান, তারা গণভবনে যাননি। তবে জাপার কো-চেয়ারম্যান ও এইচ এম এরশাদের ভাই জি এম কাদের গণভবনে গিয়েছিলেন। এ ব্যাপারে জি এম কাদেরের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করে এমনকি মেসেজ দিয়েও তার কোন বক্তব্য জানা যায়নি। আওয়ামী লীগের একটি সূত্রও জানিয়েছে, এ ধরনের বড় কোন বৈঠকে বিষয়টি তাদের জানা নেই।
×