ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইসি শতভাগ ক্ষমতা প্রয়োগ না করলে দায়ী থাকবে ॥ বি. চৌধুরী

প্রকাশিত: ০৫:২৫, ২১ নভেম্বর ২০১৮

 ইসি শতভাগ ক্ষমতা  প্রয়োগ না করলে দায়ী থাকবে ॥  বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সংবিধানে নির্বাচন কমিশনকে যেসব ক্ষমতা দেয়া হয়েছে তাতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের জন্য সেসব ক্ষমতা এক শ’ ভাগ প্রয়োগ করে তা হলে তারা দেশবাসীর বিশ্বস্ততা অর্জন করতে পারবেন। না হলে তারা ইতিহাসের কাছে দায়ী থাকবেন। মঙ্গলবার বিকেলে বিকল্পধারার নির্বাচনী কার্যালয় মধ্য বাড্ডার ট্রপিক্যাল মোল্লা টাওয়ারে বিকল্পধারার মনোনয়ন প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ কার্যক্রমের একপর্যায়ে উপস্থিত সাংবাদিকেদের উদ্দেশে এসব কথা বলেন সাবেক এই রাষ্ট্রপতি। বিকল্পধারার মনোনয়ন বোর্ড প্রথমদিনে ২০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাতকার গ্রহণ করেন। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদরুদ্দোজা চৌধুরী প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ করেন। মনোনয়ন বোর্ডের সদস্যরা হলেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, এস.এম গোলাম রেজা, এম.এম. শাহীন, মযহারুল হক শাহ চৌধুরী, অধ্যাপক আনোয়ারা বেগম, বিকল্পধারার সহ-সভাপতি মাহবুব আলী। আজ বুধবার সকাল ১১ থেকে সাক্ষাতকার একটানা চলবে।
×