ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ শেষ হচ্ছে বিএনপির সাক্ষাতকার

প্রকাশিত: ০৫:২০, ২১ নভেম্বর ২০১৮

 আজ শেষ হচ্ছে  বিএনপির  সাক্ষাতকার

স্টাফ রিপোর্টার ॥ তৃতীয় দিনেও লন্ডন থেকে ভিডিও কলে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত দলের স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে তিনি চট্টগ্রাম, কুমিল্লা (প্রস্তাবিত) ও সিলেট বিভাগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেন। তবে স্কাইপি বন্ধ থাকায় অন্য এ্যাপে তিনি সাক্ষাতকার নেন। আজ বুধবার শেষ হচ্ছে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার। এর আগে স্কাইপিতে প্রথম দিন রবিবার রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেন তারেক রহমান। আর দ্বিতীয় দিন সোমবার বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেন তিনি। আজ বুধবার সকাল ৯টা থেকে দেড়টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগ ও বৃহত্তর ফরিদপুর এলাকা এবং বেলা আড়াইটা থেকে রাত পর্যন্ত ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ নেয়া হবে। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার নেয়ার সময় আগের ২ দিনের মতো মঙ্গলবারও উৎসুক নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাতকার দিয়ে বাইরে আসার সঙ্গে সঙ্গে তাদের অনুসারী কর্মী সমর্থকরা ঘিরে ধরে জিজ্ঞেস করেছেন মনোনয়ন পাওয়ার বিষয়ে কোন আশ্বাস দেয়া হয়েছে কি না। এ সময় কেউ হাসিমুখে মনোনয়ন পাওয়ার ইঙ্গিত পেয়েছেন বলে জানান, আবার কেউ জানান বলা হয়েছে যাকেই মনোনয়ন দেয়া হয় তার পক্ষে কাজ করতে। এ সময় তারা আরও জানান, স্কাইপি বন্ধ থাকলেও অন্য এ্যাপের ভিডিও কলের মাধ্যমে তারেক রহমান সাক্ষাতকার নিয়েছেন। কুমিল্লা-১ আসনের মনোনয়নপ্রত্যাশী একেএম আবুল কালাম আজাদ বলেছেন, সাক্ষাতকারকালে বলা হয়েছে এবারের নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জ। দল ও দেশের গণতন্ত্র টিকে থাকবে কি থাকবে না তা এ নির্বাচনের ওপর নির্ভর করবে। তাই এ নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দল যাকেই মনোনয়ন দেয় তার পক্ষেই সবাইকে কাজ করতে হবে। আর দল ক্ষমতায় গেলে সবাইকে মূল্যায়ন করা হবে। সাক্ষাতকার শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেন, মনোনয়ন বোর্ড আমাদের সাক্ষাতকার নিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তবে স্কাইপিতে নয়, অন্য একটি উপায়ে তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। মনোনয়ন বোর্ড বলেছেন, এক আসনে বহু মনোনয়ন প্রত্যাশী। সবাইকে মনোনয়ন দেয়া যাবে না। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। সাক্ষাতকার শেষে বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, দলের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে প্রার্থীদের বিজয়ের জন্য কাজ করতে বলা হয়েছে। ফেনী-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আবদুল লতিফ জনি স্কাইপি বন্ধ থাকলেও তারেক রহমান অন্য এ্যাপের ভিডিও কলের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলছেন। বুধবার চট্টগ্রাম বিভাগের আট জেলার ৩৬টি সংসদীয় আসন, কুমিল্লা বিভাগের তিন জেলার ২২টি আসন এবং সিলেট বিভাগের চার জেলার ১৯টি আসনের জন্য ছয় শতাধিক প্রার্থীর সাক্ষাতকার নেয়া হয়েছে। তারেক রহমানের পাশাপাশি মনোনয়ন বোর্ডের অন্য সদ্যসারাও মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমদ চৌধুরী। এ ছাড়া প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরাও নিজ নিজ জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকারকালে সেখানে উপস্থিত ছিলেন।
×