ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুকুরের জন্য হুইল চেয়ার

প্রকাশিত: ০৫:২৬, ২০ নভেম্বর ২০১৮

 কুকুরের জন্য হুইল চেয়ার

এবার একটি আহত কুকুর ছানার জন্য হুইল চেয়ার তৈরি করল এক চীনা প্রতিষ্ঠান। চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে এ ঘটনা ঘটেছে। প্রদেশটির ইয়াংগং শহরের এক সড়কে চলার সময় কুকুরটি পায়ে আঘাত পায়। এরপর অস্ত্রোপচার করে এটির পেছনের পায়ের একটি অংশ কেটে ফেলা হয়। এরপর শহরটির একটি পশু পালন কেন্দ্র কুকুরটির দায়িত্ব নেয়। কুকুরটি যাতে হাঁটতে পারে- এ বিষয়ে ওই পশু পালন কেন্দ্রের চিকিৎসকরা চিন্তিত ছিল। এরপর একজন চিকিৎসকের মাথায় এই বুদ্ধি আসে। ওই চিকিৎসক কয়েক দিনের চেষ্টায় একটি হুইল চেয়ারটি তৈরি করে। এর সাহায্যে কুকুরটি তার পেছনের অংশ হুইল চেয়ারে রেখে স্বচ্ছন্দে হাঁটাচলা করছে।-এএফপি অবলম্বনে।
×