ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক পুরস্কার পেলেন সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব

প্রকাশিত: ০৪:৩২, ২০ নভেম্বর ২০১৮

 আন্তর্জাতিক পুরস্কার পেলেন সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব

স্টাফ রিপোর্টার ॥ ‘খয়েরী বিকেল’ গানের জন্য সেরা সঙ্গীতশিল্পী হিসেবে ‘গ্লোবাল এন্টারটেইনমেন্ট মিউজিক এ্যাওয়ার্ড’ শীর্ষক আন্তর্জাতিক সঙ্গীত পুরস্কার জিতেছেন বাংলাদেশের তরুণ সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব। সারাবছর ধরে চার্ট বক্সে রাজত্ব করার জন্য জনপ্রিয় গায়ক হিসেবে তাকে এই সম্মান জানানো হয়। বাংলাদেশ এই বছরে তিনজন পুরস্কার পেয়েছে। কুমার বিশ্বজিত ও আঁখি আলমগীরও পুরস্কার পেয়েছেন। গ্লোবাল বিনোদন এবং মার্কেটিং (জিইএম), বিশ্বব্যাপী একটি সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইভেন্ট ও মার্কেটিং কোম্পানি। ‘গ্লোবাল এন্টারটেইনমেন্ট মিউজিক এ্যাওয়ার্ড’ দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম সঙ্গীত পুরস্কার। গত ১৬ নবেম্বর দুবাইয়ে মনোনীতদের হাতে এই পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার পাওয়ার অনুভূতিতে স্বপ্নীল সজীব বলেন, আমি প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় আনন্দবোধ করছি। এটা আমার জন্য খুব উপভোগ্য যে আমি দুবাইতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি। আমি আরও কৃতজ্ঞ যে আমার কঠোর পরিশ্রমকে সম্মান দিয়েছেন। আমি ধন্যবাদ দেই ধ্রুব মিউজক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ, জুয়েল মোর্শেদ, আমজাদ হোসেন, এহসান রাহি এবং শাহরিয়ার পলককে। নতুন প্রজন্মের তরুণ শিল্পী স্বপ্নীল সজীব। তিনি দেশের অন্যতম তরুণ গায়ক। তিনি ওস্তাদ আলী ইমাম চৌধুরী, লুৎফুন্নার লতা এবং ওয়াহিদুল হকের মতো সঙ্গীতগুরুর সঙ্গীত সুরক্ষিত করেছিলেন। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডা, ভারত, ব্রুনাই, মালয়েশিয়া, মরক্কোতে মর্যাদাপূর্ণ কনসার্টে অংশগ্রহণ করেছেন। তিনি একটি জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক। তার ব্লকবাস্টার গানগুলো ‘তুমি কোন কাননের ফুল’ সঙ্গে ইমন চক্রবর্তী, জোনাথন হোল্যান্ডারের সঙ্গে ‘পুরানো সেই দিনের কথা’, ইমন চক্রবর্তীর সঙ্গে ‘খয়েরী বিকেল’, শ্রাবনী সেনের সঙ্গে ‘আজি ঝর ঝর মুখর’, জয়তী চক্রবর্তীর সঙ্গে ‘একটুকু ছোঁয়া লাগে’ প্রভৃতি গান দুই বাংলায় ব্যাপক সাড়া ফেলেছে। তার প্রকাশিত এ্যালবাম তিনটি ‘দ্য টেগর ট্রেজারি’, ‘ভাঙ্গা গড়ায় রবীন্দ্রনাথ’ ও ‘নীল অতল’। স্বপ্নীল সজীবের জন্ম ২১ নবেম্বর ফরিদপুরে। তার নানা বিখ্যাত কবি আনোয়ার করিম। তিনি বাবিস পুরস্কার, সাকো পুরস্কার, যোধপুর সেরা বাঙালী সম্মাননা জিতেছেন।
×