ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমএসসিআই ফ্রন্টিয়ার মার্কেটস ইনডেক্সে ইউনাইটেড পাওয়ার

প্রকাশিত: ০৪:০৯, ১৯ নভেম্বর ২০১৮

 এমএসসিআই ফ্রন্টিয়ার মার্কেটস  ইনডেক্সে ইউনাইটেড পাওয়ার

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিউইয়র্কভিত্তিক পুঁজিবাজার বিশ্লেষণ, গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহকারী প্রতিষ্ঠান এমএসসিআই ইনকর্পোরেশন তাদের একটি সূচকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে (ইউপিজিডিসিএল) অন্তর্ভুক্ত করেছে। নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত এই কোম্পানিটি চলতি মাসে তাদের সব সূচক হালনাগাদ করেছে। এর মধ্যে এমএসসিআই ফ্রন্টিয়ার মার্কেটস ইনডেক্সে ইউপিজিডিসিএল অন্তর্ভুক্ত হয়েছে। বিজনেস ওয়্যার সূত্রে এই তথ্য জানা গেছে। এমএসসিআই ইনকর্পোরেশন হচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ সূচক প্রণয়নকারী কোম্পানি। এর মালিক বিশ্ব খ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান মর্গান স্ট্যানলি। এমএসসিআই ইনকর্পোরেশন এর আগের নাম মর্গান স্ট্যানলি ক্যাপিটাল ইন্টারন্যাশনাল। কোম্পানিটি বিশ্বের ফ্রন্টিয়ার মার্কেটগুলোর মধ্য থেকে সর্বোচ্চ বাজার মূলধনের ভিত্তিতে নির্বাচিত কোম্পানিগুলো নিয়ে এমএসসিআই ফ্রন্টিয়ার মার্কেটস ইনডেক্স গঠন করেছে। প্রতি বছর দু’বার এই সূচক হালনাগাদ করা হয়ে থাকে। এবার সূচক থেকে ছয় কোম্পানিকে বাদ দেয়া হয়েছে, তার বিপরীতে নতুনভাবে ঢোকানো হয়েছে অন্য ছয় কোম্পানি। বাকি পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে লেবাননের ব্যাংক অডি সারাদার, কুয়েতের বৌবিয়ান পেট্রোকেমিক্যালস। ইউপিজিডিসিএল বাংলাদেশে বেসরকারী খাতে অন্যতম শীর্ষ বিদ্যুত উৎপাদনকারী কোম্পানি। কোম্পানিটি মূলত রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিদ্যুত বিক্রি করে থাকে। তবে সম্প্রতি এটি আরও তিনটি বিদ্যুতকেন্দ্র অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এই কেন্দ্রগুলোর বিদ্যুতের ক্রেতা হচ্ছে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড, যা জাতীয় গ্রিডলাইনে সরবরাহ করা হয়ে থাকে। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের শেয়ারের দরের হিসাবে ইউপিজিডিসিএলের বাজার মূলধন ছিল ১৫ হাজার ৫০৮ কোটি টাকা। এমএসসিআই ফ্রন্টিয়ার মার্কেট ইনডেক্সে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ২১ দেশ অন্তর্ভুক্ত। এশিয়ার দেশগুলো হচ্ছে- বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, বাহরাইন, জর্ডান, কুয়েত, লেবানন ও ওমান। ইউরোপ ও সিআইএসভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, কাজাকাস্তান, রোমানিয়া, সার্বিয়া ও স্লোভেনিয়া। মধ্য আমেরিকার একমাত্র দেশ হিসেবে আর্জেন্টিনা এই সূচকের আওতায় রয়েছে। এমএসসিআই প্রণীত ইনডেক্সগুলোর উপর বিনিয়োগকারীদের অনেকটা আস্থা রয়েছে। তাই তাদের ইনডেক্সে কোন কোম্পানি অন্তর্ভুক্ত হলে সে কোম্পানির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। বিশেষ করে এমার্জিং মার্কেট ও ফ্রন্টিয়ার মার্কেট ইনডেক্সে কোন কোম্পানির অন্তর্ভুক্তি বেশ গুরুত্বপূর্ণ। কারণ এসব মার্কেটে তালিকাভুক্ত কোম্পানিগুলো বিদেশী বিনিয়োগকারীদের কাছে তেমন পরিচিত থাকে না। এমএসসিআই ইনডেক্সে অন্তর্ভুক্ত হলে কোম্পানিগুলো বিদেশী বিনিয়োগকারীদের নজর ও মনোযোগ কাড়তে সক্ষম হয়।
×