ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এসিসির সভাপতি নির্বাচিত হলেন পাপন

প্রকাশিত: ০৭:১৬, ১৮ নভেম্বর ২০১৮

এসিসির সভাপতি নির্বাচিত হলেন পাপন

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। শনিবার পাকিস্তানের লাহোরে আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দায়িত্বভার নিয়েছেন তিনি। তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান বিদায়ী এসিসি সভাপতি এহসান মানি। পাপন এসিসির তৃতীয় বাংলাদেশী সভাপতি। আগের ?দু’জন হলেন আলী আজগর লবি এবং আ হ ম মুস্তফা কামাল। নতুন দায়িত্বে ২০২০ পর্যন্ত থাকবেন পাপন। গত এক যুগে এই প্রথম পাকিস্তানে এসিসির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। লাহোরের এই সভায় পাপনকে সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, গেম ডেভেলপমেন্টের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনসহ এসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×