ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এবার বরেন্দ্রতে সরবরাহ হবে বিশুদ্ধ পানি

প্রকাশিত: ০৪:৩০, ১৫ নভেম্বর ২০১৮

এবার বরেন্দ্রতে সরবরাহ হবে বিশুদ্ধ পানি

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বরেন্দ্র অঞ্চলের ১০টি ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে প্রকল্পটি সম্প্রসারণ করে নওগাঁ ও রাজশাহী জেলার বরেন্দ্র এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। চাঁপাইয়ে ৫৩ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প বাস্তবায়ন হবে। চাঁপাইনবাবগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন এই প্রকল্পের কথা। একই সঙ্গে তিনি জানান, চাঁপাইয়ে ইতোমধ্যেই দুটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জেলার ১০টি ইউনিয়নে পাইপ লাইনের মাধ্যমে পানি সরবরাহ করা হবে। আগামী দুই বছরের মধ্যে ওভারহেড যুক্ত ১৭১টি সাবমার্শিবল পাম্প স্থাপন করা হবে। এর মধ্যে বিদ্যুত চালিত পাম্পের জন্য ব্যয় ধরা হয়েছে প্রতিটিতে ৩ লাখ ২৭ হাজার টাকা। যেসব এলাকায় বিদ্যুত নেই সেখানে ব্যবহার করা হবে সোলার বিদ্যুত। মাত্র ১৭টি পাম্প চলবে সোলার বিদ্যুতে। এর জন্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ লাখ টাকা। কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ প্রকল্পের মাধ্যমে পল্লী অঞ্চল বিশুদ্ধ পানি সরবরাহের ফলে এক অনন্য ইতিহাসের সৃষ্টি হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে ৬৫টি। যার মধ্যে আমনুরা রেল জংশন রয়েছে। গোবরাতলা ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের আংশিক এলাকায় ৬টি, নাচোল সদর, নেজামপুর, কসবা ও ফতেপুর ইউনিয়নে ৬৮টি। এখানে উল্লেখ্য যে, রানীমাতা ইলামিত্রের নাচোল অঞ্চল হচ্ছে একেবারে আদি বরেন্দ্র অঞ্চল, গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর, রাধানগর ও রহনপুর ইউনিয়নে ৪২টি পাম্প স্থাপন করা হবে। চাঁপাই অঞ্চলের বরেন্দ্রর ১০টি ইউনিয়নে ১৭১টি পাম্প চালু হবার পর বদলে যাবে চিত্র। কারণ নাচোল অঞ্চলে এখনও খাবার পানির প্রধান উৎস হচ্ছে বড় বড় পুকুর। বিশেষ করে বরেন্দ্রর আদিবাসীরা প্রকল্পটির মাধ্যমে উপকৃত হবে। যাদের কাছে এতদিন বিশুদ্ধ পানি মানে পুকুরের পানি চিহ্নিত ছিল, তারা পাম্পের সাহায্যে পাবে বিশুদ্ধ পানি। প্রকল্পটি বাস্তবায়নে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ রাতদিন কাজ করে চলেছেন।
×