ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লেট’স টক ॥ তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৫৪, ১৩ নভেম্বর ২০১৮

লেট’স টক ॥ তরুণদের মুখোমুখি হচ্ছেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ এবার ‘লেটস টক’ অনুষ্ঠানের মাধ্যমে সরাসরি তরুণদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এই অনুষ্ঠানের মাধ্যমে বহুবার তরুণ প্রজন্মের সঙ্গে কথা বললেও, এই প্রথম তরুণদের মুখোমুখি যাচ্ছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফর্মেশন (সিআরআই) আয়োজিত অনুষ্ঠানে নতুন প্রজš§ ও বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী তার ভবিষ্যত ভাবনার কথা জানাবেন। সেই সঙ্গে শুনবেন তরুণদের স্বপ্ন ও স্বপ্নপূরণসহ স্বপ্নের বাংলাদেশ গড়তে তাদের ভাবনার কথা। আগামী ১৬ নবেম্বর বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে ‘লেটস টক উইথ শেখ হাসিনা’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বেশ কিছু টেলিভিশন চ্যানেল। পাশাপাশি সিআরআই ও ইয়ুথ বাংলাসহ অন্যান্য অনলাইন পত্রিকার ফেসবুক পেজেও অনুষ্ঠানটি লাইভ দেখা যাবে। এর আগে অনুষ্ঠানটির প্রিমিয়ার উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করবে আয়োজক সংস্থা সিআরআই। এই আয়োজনের মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন প্রধানমন্ত্রী তরুণদের মুখোমুখি হতে যাচ্ছেন। তিনি এ অনুষ্ঠানে সরাসরি তরুণদের বিভিন্ন মতামত গ্রহণের পাশাপাশি তাদের প্রশ্নেরও জবাব দেবেন। পাশাপাশি বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা দিতে প্রধানমন্ত্রী তার তারুণ্যের সময় নিয়ে নতুন বেশ কিছু তথ্য জানাবেন। একজন সাধারণ মানুষ হিসেবে প্রধানমন্ত্রীর জীবনযাপন নিয়েও আলোচনা হবে এই আয়োজনে। ব্যক্তিগত জীবন ও নিজস্ব চিন্তাভাবনা ইত্যাদি নিয়েও তরুণদের সঙ্গে কথা বলবেন শেখ হাসিনা। এই অনুষ্ঠানে সারাদেশ থেকে বাছাই করা ১৫০ অংশগ্রহণকারী তরুণের সঙ্গে দেশের বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত এবং দেশ গঠনে উদ্যমী তরুণ প্রতিনিধিরাই এই আয়োজনে অংশ নেবেন। আয়োজকরা বলছেন, দেশী-বিদেশী বিভিন্ন গবেষণা সংস্থার গবেষণা প্রতিবেদন অনুসারে বাংলাদেশের তরুণদের কাছে সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার বরাবরের মতো তরুণদের কথা শুনতে ও তাদের মতামত প্রাধান্য দিতেও চেষ্টা করেন তিনি। আর সে কারণেই তরুণদের সঙ্গে তার এই সরাসরি মতবিনিময়ের এমন আয়োজন। কেন তিনি তরুণদের কাছে তার জনপ্রিয়তা, সেটি আরেকবার প্রমাণ করাই ‘লেটস টক’ অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য।
×