ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাদারীপুরের পদ্মায় নিখোঁজ দম্পতিসহ তিন যাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত: ০৪:২৫, ১৩ নভেম্বর ২০১৮

মাদারীপুরের পদ্মায় নিখোঁজ দম্পতিসহ তিন যাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ নবেম্বর ॥ রবিবার বিকেলে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে পদ্মা নদীতে ২৪ যাত্রী নিয়ে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ তিন যাত্রীর মরদেহ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ। উদ্ধাকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার প্রসন্নদী গ্রামের আবদুর রহমান উকিলের ছেলে মেরাজুল ইসলাম রাজু (২২) তার স্ত্রী সাদিয়া আক্তার লিমা (১৮) এবং পটুয়াখালী জেলার বাউফল উপজেলার আমিরাবাদ গ্রামের রুবেল গাজীর মেয়ে ফাতেমা আক্তার (৮)। জানা গেছে, রবিবার বিকেলে শামীম মাদবরের মালিকানাধীন একটি স্পিডবোট ২৪ যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে আসে। মাঝ নদীতে দ্রুতগতির স্পিডবোট একটি ডাম্প ফেরির সঙ্গে সজোরে ধাক্কা লেগে ডুবে যায়। তাৎক্ষণিকভাবে নদীতে টহলরত সেনাবাহিনীর কর্মকর্তারা ২১ যাত্রীকে উদ্ধার করেন। এ সময় তিন যাত্রীকে খোঁজাখুঁজির পরেও তারা নিখোঁজ থাকে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ তিন জনের লাশ কাঁঠালবাড়ির অদূরে লৌহজং চ্যানেল থেকে উদ্ধার করে শিবচর থানা পুলিশ। খাসিয়ার গুলিতে এক বাংলাদেশী নিহত স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ কোম্পানীগঞ্জ উপজেলায় বাংলাদেশ ভারত সীমান্তে রবিবার রাতে ভারতীয় খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সাদ্দাম হোসেন (৩২) উত্তর কলাবাড়ী গ্রামের মৃত মখতচ্ছির মিয়ার ছেলে। জানা যায় রাতে সীমান্ত এলাকায় কাঠ সংগ্রহ করতে গেলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। কালাইরাগ বিওপি ক্যাম্প কমান্ডার জয়নাল আবেদিন জানান, সোমবার সকাল সাড়ে ৭টায় খবর পেয়ে সীমান্তের ১২৫১ এর ৩৩ এস পিলারের ভেতরে লাশটি দেখে পুলিশকে খবর দেয়া হয়।
×