ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে রোহিঙ্গা ইয়াবা গডফাদার নিহত

প্রকাশিত: ০৬:৩৩, ১২ নভেম্বর ২০১৮

  কক্সবাজারে রোহিঙ্গা  ইয়াবা গডফাদার  নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ থেকে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় জানা না গেলেও অনেকে এটি রোহিঙ্গা গডফাদার বলে ধারণা করছে। রবিবার সকালে উপজেলার কচুবনিয়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড কার্তুজ ও ১ লাখ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানান, দুগ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ চলছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পিছু হটে। সীতাকুন্ডে ডাকাত নিজস্ব সংবাদদাতা সীতাকুন্ড, চট্টগ্রাম থেকে জানান, চট্টগ্রামের সীতাকু-ে ডাকাতের সঙ্গে পুলিশের গুলিবিনিময়কালে মোঃ সামসুদ্দিন প্রকাশ কোপা সামসু (৩৬) নামে এক তালিকাভুক্ত রোড ডাকাত নিহত হয়েছে। এ সময় মামুন (৩৮) নামে অপর এক ডাকাত গুলিবিদ্ধ হয়। মামুন সম্প্রতি রোড ডাকাতিকালে ট্রাকচালকের পা কেটে দিলে অতিরিক্ত রক্তক্ষরণে চালক নিহত হওয়ার ঘটনায় মামলার আসামি। একই সময় ডাকাতের গুলিতে পুলিশের দুই কর্মকর্তা গুরুতর আহত হন। শনিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নূনাছড়া-ভুইয়ার বটতল নামক এলাকায় এ ঘটনা ঘটে। মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আফজল হোসেন নিশ্চিত করেন, নিহত ডাকাত কোপা সামসু ও তার দল অস্ত্র উদ্ধারে অভিযানকালে পুলিশকে গুলি ছোড়ে।
×