ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাক্তারি পাসের দু’দিন পরই অকাল মৃত্যু

প্রকাশিত: ০৫:১৪, ১২ নভেম্বর ২০১৮

 ডাক্তারি পাসের  দু’দিন পরই  অকাল মৃত্যু

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ হাবিবুল কারিম শাওন। টগবগে যুবক। স্বপ্ন বুকে চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন। সে লক্ষ্যেই এগিয়ে চলা। গত বৃহস্পতিবার এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে শাওন পাস করেন। কিন্তু যে রোগ নিরাময়ের জন্য তার সমস্ত প্রচেষ্টা, সেটির কাছে হেরে গেলেন শাওন। লালিত স্বপ্ন বাস্তবে ডানা মেলার আগেই না ফেরার দেশে পাড়ি দিলেন। তার এই অকাল মৃত্যুতে ব্যথিত বন্ধু, স্বজন ও আত্মীয় সবাই। শুক্রবার রাতে যশোর শহরের ঘোপ এলাকার বাসায় অসুস্থ হলে শাওনকে হাসপাতালে ভর্তি করা হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে নেয়া হয় খুলনার ফরটিস স্কোয়ার্ড হাসপাতালে। সেখানেই সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাওন যশোর মেডিক্যাল কলেজ থেকে সদ্য এমবিবিএস পাস করেছেন। তিনি ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও যশোর জেলা কমিটির সাবেক সভাপতি। বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার দড়িয়াচর গ্রামে। শাওনের বন্ধু ডাঃ ফয়সাল কবীর জানান, শুক্রবার রাত আড়াইটার দিকে যশোর শহরের বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে শাওন। বমি, পাতলা পায়খানা ও বুকের ব্যথা নিয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। রাতে জরুরী বিভাগ থেকে তাকে চিকিৎসা দেয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার দুপুরে চিকিৎসকরা তাকে খুলনা ফরটিস স্কোয়ার্ড হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেই সন্ধ্যা ৬টার দিকে মৃত্যু হয় শাওনের।
×