ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাশকতার ষড়যন্ত্র

নেত্রকোনায় অস্ত্র ও বোমাসহ ৫ শিবির নেতা আটক

প্রকাশিত: ০৫:১৩, ১২ নভেম্বর ২০১৮

 নেত্রকোনায় অস্ত্র ও বোমাসহ ৫ শিবির নেতা আটক

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১১ নবেম্বর ॥ সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার ষড়যন্ত্রকালে জামায়াতের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের জেলা কমিটির সভাপতি-সম্পাদকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের সাতবেড়িকান্দা গ্রামের আবুল কাশেমের বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের আস্তানা থেকে উদ্ধার করা হয় দু’টি পাইপ গান, ১১টি ককটেল, পাঁচটি পেট্রোল বোমা, পাঁচটি কার্তুজ, বিপুল পরিমাণ ইলেক্ট্রিক ডিভাইস, জিহাদী বই ও অন্যান্য কাগজপত্র। নেত্রকোনা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, আটক শিবির নেতাকর্মীরা সাতবেড়িকান্দা গ্রামের মাওলানা আবুল কাশেমের ছাত্রাবাসে থাকতো। ওই এলাকায় একটি কোচিং সেন্টারের আড়ালে শিবিরের কার্যক্রম পরিচালনা করত তারা। রবিবার সন্ধ্যায় সেখানে গোপন বৈঠকের খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে আটকরা হল- ইসলামী ছাত্র শিবিরের জেলা শাখার সভাপতি আবু হুরায়েরা খান মিল্কী (বাড়ি কিশোরগঞ্জের ইটনায়), সাধারণ সম্পাদক আবু ইসহাক (বাড়ি মদন উপজেলা ত্রিপণ গ্রামে), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নাঈম (বাড়ি পূর্বধলার কাজলা গ্রামে), সদস্য কামরুল ইসলাম (বাড়ি ধর্মপাশা উপজেলার কুরাইবাড়ি গ্রামে) এবং আব্দুল মালিক (বাড়ি মোহনগঞ্জ উপজেলার পেরিরচর গ্রামে)। অভিযানের সময় আরও বেশ কিছু নেতকর্মী দৌড়ে পালিয়ে যায়।
×