ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গভূমি সাহিত্য পর্ষদের নতুন কমিটি

প্রকাশিত: ০৩:৫৯, ১১ নভেম্বর ২০১৮

বঙ্গভূমি সাহিত্য পর্ষদের নতুন কমিটি

সংস্কৃতি ডেস্ক ॥ পূর্বঘোষিত বঙ্গভূমি সাহিত্য পর্ষদ ( বসাপ) কেন্দ্রীয় কমিটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত-উপদেষ্টা ম লীর জরুরী বর্ধিত সভায়-ক্যাপটেন সম্পাদক কবি ও উপন্যাসিক রাশেদ রেহমানকে সভাপতি, কবি ও সম্পাদক মিজান হাওলাদারকে সাধারণ সম্পাদক এবং কবি ও সাংবাদিক শহিদুল ইসলাম নিরবকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিনবছরের জন্য বঙ্গভূমি সাহিত্য পর্ষদ ( বসাপ) এর নতুন কমিটি ঘোষণা করা হয়। বসাপ এর সিনিয়র উপদেষ্টা কবি কলামিস্ট, গবেষক, বিশিষ্ট বেতার ও টেলিভিশন নাট্যকার চলচ্চিত্র নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক ছড়াকার আসলাম সানী। আলোচনায় অংশ নেন বসাপ উপদেষ্টা, কবি ও গবেষক প্রকাশক সম্পাদক সুলতান মাহমুদ রনি, কবি ও শিশুসাহিত্যিক আনিসুর রহমান খান, ছড়াকার কবি সাঈদ সাহেদুল ইসলাম, সাংবাদিক কবি সাজু আহমেদ, কবি সোহেল আহমেদ খান, কবি সিকতা কাজল, কবি জাকারিয়া জাহাঙ্গীর, কবি ফাতিমা খাতুন রুনা, ফারজানা ফায়েজ ফারাহ, আলমগীর কবির হৃদয়। উপস্থিত ছিলেন বসাপ সম্পাদক ম লীর সভাপতি রাশেদ রেহমান, সাধারণ সম্পাদক মিজান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম নিরব, কবি জাকারিয়া হোসেন সাজিদ, কবি আলমগীর সাকিব, কবি সৈকত জোয়ারদার বাবু, ক্যাপ্টেন ছাত্র সংসদ সভাপতি কবির মাহমুদ, মিলন ইমদাদুল, শাহিনুল ইসলাম আতিকুর রাহমানি, এস এম খলিল প্রমুখ। অনুষ্ঠানে বঙ্গভূমি সাহিত্য পর্ষদ ( বসাপ) এর প্রতিষ্ঠা বার্ষিকী ও বঙ্গভূমি বিজয় দিবস সংখ্যা বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।
×