ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বোয়িং ৭৩৭ ম্যাক্স নিয়ে নতুন নিরাপত্তা সতর্কবার্তা

প্রকাশিত: ০৬:৩৭, ৯ নভেম্বর ২০১৮

বোয়িং ৭৩৭ ম্যাক্স নিয়ে নতুন নিরাপত্তা সতর্কবার্তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ বোয়িং ৭৩৭ ম্যাক্স প্লেন নিয়ে নতুন নিরাপত্তা সতর্কবার্তা দিয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। চলতি বছর অক্টোবরে ইন্দোনেশীয় এয়ারলাইন লায়ন এয়ার ফ্লাইট-এর জেটি-৬১০ ফ্লাইটের মর্মান্তিক দুর্ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স প্লেনটি নিয়ে উদ্বেগের জন্ম হয়। ওই দুর্ঘটনায় প্লেনে থাকা ১৮৯ জনই নিহত হন, আর এটিই ছিল বোয়িং ৭৩৭ ম্যাক্স-এর প্রথম বড় কোন দুর্ঘটনা। এ নিয়ে উদ্বেগ থেকে মঙ্গলবার এই প্লেন ব্যবহারকারী এয়ারলাইনগুলোকে বোয়িং নিরাপত্তাবিষয়ক সতর্কবার্তা পাঠিয়েছে বলে জানিয়েছে বিজনেস ইনসাইডার। ব্লুমবার্গের প্রতিবেদন মতে, নির্মাতা প্রতিষ্ঠানটির পাঠানো বার্তায় বলা হয়, প্লেনটির একটি সেন্সর থেকে ভুল তথ্য আসতে পারে আর এর ফলে এটি হঠাৎ করে নিচের দিকে ঝুঁকতে বা ডাইভ দিতে পারে। বোয়িংয়ের পক্ষ থেকে বলা হয়, ‘২০১৮ সালের ৬ নবেম্বর, একটি এওএ সেন্সর থেকে ভুল ইনপুটের পরিস্থিতি শনাক্তের প্রক্রিয়া নিয়ে অপারেটরদের বর্তমান ফ্লাইট ক্রুদের নির্দেশনা দিয়ে অপারেশনস ম্যানুয়াল বুলেটিন (ওএমবি) প্রকাশ করল। ইন্দোনেশীয় এয়ারলাইনের দুর্ঘটনাটিকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে বোয়িংয়ের ওপর আস্থা রাখতে মত দিয়েছেন বাজার বিশ্লেষক ও বোয়িংয়ের বিনিয়োগকারীরা। মঙ্গলবার এই সতর্কবার্তা প্রকাশের পর বুধবার প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১.৫১ শতাংশ বেড়েছে। ২০১৭ সালে বোয়িং ৭৩৭ ম্যাক্স-এর যাত্রা শুরু হয়। মার্কিন প্লেন নির্মাতা প্রতিষ্ঠানটির জনপ্রিয় ৭৩৭ সিরিজের প্লেনগুলোর মধ্যে এটিই সর্বশেষ মডেল। উন্নত এ্যারোডায়নামিক গঠন আর জ্বালানি সাশ্রয়ী ইঞ্জিনের জন্য এটি প্রশংসা কুড়িয়ে নেয়। শুধু তাই নয়, সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত প্লেন হচ্ছে বোয়িং ৭৩৭। ১৯৬০ সাল থেকে চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত হিসেবে এই সিরিজের মোট প্লেন বিক্রি হয়েছে ১৪,৯৮৫টি, এর মধ্যে ৪,৭৮৩টিই ছিল ম্যাক্স। সব মিলিয়ে ২১৯টি ৭৩৭ ম্যাক্স প্লেন বিভিন্ন এয়ারলাইন বা লিজিং প্রতিষ্ঠানের কাছে সরবরাহ করা হয়েছে। বিভিন্ন এয়ারলাইন আর প্লেনের তথ্য প্রকাশকারী সাইট এয়ারফ্লাইট-এর বরাতে মার্কিন প্রকাশনাটি জানায়, বর্তমানে বিশ্বব্যাপী ৪০টি এয়ারলাইন বোয়িং ৭৩৭ ম্যাক্স ব্যবহার করছে।
×