ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফরিদগঞ্জে এক জনের মৃত্যুদণ্ড ॥ দুই জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৬:৪৬, ৮ নভেম্বর ২০১৮

ফরিদগঞ্জে এক জনের মৃত্যুদণ্ড ॥ দুই জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ৭ নবেম্বর ॥ ফরিদগঞ্জ উপজেলার আলোচিত কিশোরী জেসমিন হত্যা মামলায় আসামি সাইফুল ইসলামকে মৃত্যুদ- ও ১০ হাজার টাকা অর্থদ- এবং অপর দুই আসামি মোঃ মিরাজ বেপারী ও নুর ইসলাম ওরফে লেদাকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা করে অর্থদ- দিয়েছেন আদালত। বুধবার দুপুর দেড়টায় চাঁদপুর জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন এ রায় দেন। হত্যার শিকার জেসমিন আক্তার ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ হরিণা গ্রামের চুন্নু মিয়ার মেয়ে। মৃত্যুদ-প্রাপ্ত সাইফুল চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের গুলিশা গ্রামের অলিউল্যা শেখের ছেলে। যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত মিরাজ একই উপজেলার সোবহানপুর গ্রামের চুন্নু মেম্বারের ছেলে এবং নুর ইসলাম ওরফে লেদা একই উপজেলার পূর্ব গুলিশা গ্রামের মুসলিম রাঢ়ীর ছেলে। উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি রাতে কোন এক সময় আসামিরা সংঘবদ্ধ হয়ে জেসমিন আক্তারকে ধর্ষণ শেষে হত্যা করে। ঝিনাইদহে স্বামীর যাবজ্জীবন নিজস্ব সংবাদদাতা ঝিনাইদহ থেকে জানান, ঝিনাইদহে স্ত্রী রীনা খাতুন হত্যার দায়ে স্বামী রিয়াদ মুন্সিকে যাবজ্জীবন কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারা-াদেশ দেয়া হয়। বুধবার দুপুরে ঝিনাইদহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম আযম এ আদেশ দেন। উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ নবেম্বর ঝিনাইদহ সদর উপজেলার সোনাদাহ গ্রামের রীনা খাতুনকে মুমূর্ষু অবস্থায় কয়েকজন ব্যক্তি ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসে। সে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×