ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশে প্রথম বড় বায়ু বিদ্যুতকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ভারতীয় কোম্পানি

প্রকাশিত: ০৮:০৭, ৬ নভেম্বর ২০১৮

দেশে প্রথম বড় বায়ু বিদ্যুতকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ভারতীয় কোম্পানি

জনকণ্ঠ ডেস্ক ॥ ফেনীর সোনাগাজিতে ৩০ মেগাওয়াটের একটি বায়ুবিদ্যুতকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ভারতীয় কোম্পানি উইন্ড এনার্জি প্রাইভেট লিমিটেড। বাংলাদেশে বৃহৎ পরিসরে এই প্রথম কোন উইন্ড মিল স্থাপিত হবে। ভারত তার উপকূলে ২৭ হাজার মেগাওয়াট উইন্ড মিল স্থাপন করেছে। বাংলাদেশের উপকূলেও অন্তত ১০ হাজার মেগাওয়াট উইন্ডমিল স্থাপনের বিশাল সম্ভাবনা রয়েছে বলে স¤প্রতি এক গবেষণায় উঠে এসেছে। খবর ওয়েবসাইটের। বিদ্যুত বিভাগের যুগ্ম সচিব মোঃ আলাউদ্দিন বলেন, প্রস্তাবটি স¤প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন। প্রস্তাবটি সরকারের ক্রয় কমিটির অনুমোদনের জন্য প্রেরণ করা হয়েছে। ক্রয় কমিটির অনুমোদন পাওয়া গেলে তাদের কার্যাদেশ দেয়া হবে। একইসঙ্গে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রকল্প (আইপিপি) ভিত্তিক বিদ্যুতকেন্দ্রটির সঙ্গে বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) ক্রয় চুক্তি সই করবে। বিদ্যুত উৎপাদনের যে পরিকল্পনা দিয়েছে তাতে বলা হয়েছে, ৩০ মেটাওয়াটের কেন্দ্রটির জন্য মোট ১৫টি উইন্ড মিল বসানো হবে। প্রতিটি উইন্ড মিল ২ মেগাওয়াট করে বিদ্যুত উৎপাদন করতে পারবে।
×