ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদকবিক্রেতা নিহত ॥ অস্ত্র উদ্ধার

প্রকাশিত: ০৬:৩৩, ৬ নভেম্বর ২০১৮

কুষ্টিয়ায় বন্দুকযুদ্ধে মাদকবিক্রেতা নিহত ॥ অস্ত্র উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ নবেম্বর ॥ কুষ্টিয়ায় পুলিশ ও দু’দল মাদকবিক্রেতা ত্রিমুখী বন্দুকযুদ্ধে রতন আলী (২৬) নামের এক মাদকবিক্রেতা নিহত হয়েছে। রবিবার রাতে ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চ-িপুর গ্রামের ৪ ও ৫ নং ব্রিজের মাঝামাঝি ভেড়ামারা-মিরপুর সড়কের ওপর এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ ১টি পিস্তল, ৪ রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগাজিন ও ৩১০ ইয়াবা উদ্ধার করে। পুলিশ জানায়, ওই স্থানে ভেড়ামারা-মিরপুর সড়কের ওপর দুই দল মাদকবিক্রেতা আধিপত্য বিস্তার ও মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় নিয়ে বিবাদের জের ধরে গোলাগুলি করছে। এমন সংবাদ পেয়ে ভেড়ামারা থানা ও কুষ্টিয়া পুলিশের একটি দল রবিবার রাত ২টার দিকে সেখানে হানা দেয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় ১০/১৫ মিনিট স্থায়ী দু’দল মাদকবিক্রেতা ও পুলিশের মধ্যে ত্রিমুখী এই বন্দুকযুদ্ধের এক পর্যায়ে টিকতে না পেরে মাদকবিক্রেতারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় অজ্ঞাতনামা একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত ব্যক্তিকে মাদকবিক্রেতা রতন আলী বলে শনাক্ত করা হয়। সে ভেড়ামারা উপজেলার বিলশুকা ভবানীপুর গ্রামের ময়নাল আলীর ছেলে। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়।
×