ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কর্পোরেট মার্কেটিংয়ে জোর দিচ্ছে ওয়ালটন

প্রকাশিত: ০৪:৩৫, ৬ নভেম্বর ২০১৮

কর্পোরেট মার্কেটিংয়ে জোর দিচ্ছে ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের স্থানীয় বাজারে প্লাজা ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের মাধ্যমে বাজারজাত করা হয় ওয়ালটন ব্র্যান্ডের পণ্য। দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এবার জোর দিয়েছে কর্পোরেট বিপণনে। এজন্য ঢেলে সাজানো হয়েছে কর্পোরেট বিপণন বিভাগ। বিশেষ গুরুত্ব দিচ্ছে কর্পোরেট সেলস এ। সূত্রমতে, প্লাজা এবং ডিস্ট্রিবিউটর চ্যানেলে পণ্য বিক্রি করে স্থানীয় বাজারে সবার সেরা ওয়ালটন। ব্যাপক ব্যবধানে সিংহভাগ বাজার তাদের দখলে। বিপণন ব্যবস্থাকে আরও সক্ষম, যুগোপযোগী এবং বিস্তৃত করতে নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ঘরে ঘরে ওয়ালটন পণ্য পৌঁছে দিতে সমন্বিত বিপণন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আওতায় কর্পোরেট বিপণনে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। কর্পোরেট মার্কেটিং চ্যানেলের মাধ্যমে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যে দেয়া হচ্ছে কাস্টমাইজড সার্ভিস। অর্থাৎ কর্পোরেট গ্রাহকদের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি ও সরবরাহ করছে ওয়ালটন। ইতোমধ্যে ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) এর মাধ্যমে দেশী-বিদেশী প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পণ্য তৈরি করে দিচ্ছে ওয়ালটন। এসবের মধ্যে রয়েছে ফ্রিজ, টেলিভিশন, লিফটসহ অসংখ্য পণ্য। এছাড়া সরকারী, আধা-সরকারী, সায়ত্ত্বশাসিত, বেসরকারী ও কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে পৌঁছে দেয়া হচ্ছে ওয়ালটনের তৈরি ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম, ইন্ডাস্ট্রিয়াল এবং কন্সট্রাকশন সলিউশনস ইত্যাদি পণ্য। এরইমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে দেশীয় প্রতিষ্ঠানটির কর্পোরেট মার্কেটিং চ্যানেল এর তৎপরতা। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায় ফ্রিজ, এয়ার কন্ডিশনার, টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক্সের পাশাপাশি ইলেকট্রিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল পণ্যও তৈরি হচ্ছে। ইলেকট্রিক্যাল পণ্যের মধ্যে রয়েছে এসিড লিড রিচার্জেবল ব্যাটারি, এলইডি লাইট, সুইচ-সকেট, ফ্যান ইত্যাদি। ওয়ালটনের তৈরি ইন্ডাস্ট্রিয়াল পণ্যের মধ্যে রয়েছে কম্প্রেসার, প্লাস্টিক এবং কেমিক্যাল কম্পোনেন্ট, লাইট গাইড এবং ডিফিউজার প্লেইট, মেকানিক্যাল কম্পোনেন্ট, হট মেল্ট এ্যাডহেসিভ, হ্যাঙ্গার, মাস্টারব্যাচেস, মোল্ড এবং ডাইসহ বিভিন্ন পণ্যে।
×