ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক যুবক গুলিবিদ্ধ

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের গুলি

প্রকাশিত: ০৫:৪১, ৫ নভেম্বর ২০১৮

  রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের গুলি

মোয়াজ্জেমুল হক/এইচএম এরশাদ ॥ রোহিঙ্গা প্রত্যাবাসনের দিনক্ষণ যখন ঘনিয়ে আসছে তখন সীমান্তের ওপার থেকে বিজিপি (বর্ডার গার্ড পুলিশ) রবিবার দুপুরে আকস্মিকভাবে এপার (বাংলাদেশ অভ্যন্তরে) লক্ষ্য করে মুহুর্মুহু গুলিবর্ষণ করেছে। এতে নুরুল ইসলাম নামে আশ্রিত এক রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হয়েছে। তাকে উখিয়ার কুতুপালং রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর ১২টার দিকে উখিয়ার বালুখালি সীমান্ত এলাকায় বিজিপির একতরফা গুলিবর্ষণের এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কক্সবাজার বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। বালুখালিসহ সীমান্ত সংলগ্ন প্রতিটি পয়েন্টে বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। বিজিবি সূত্রে জানানো হয়েছে, বালুখালি যে পয়েন্টে গোলাগুলির যে ঘটনা ঘটেছে সেখানে এপারে রহমতের বিল ও ওপারে চাকমাকাটা অবস্থিত। চাকমাকাটা পয়েন্ট থেকে বিজিপি বিনা উস্কানিতে থেমে থেমে প্রায় আধঘণ্টা ধরে গুলি চালায়। এ পয়েন্টে উভয় পাশের দূরত্ব সর্বোচ্চ ৭০ ফুট। এপার থেকে ওপার দৃশ্যমান। এদিকে, জয়েন্ট ওয়ার্কিং ফোর্সেও বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৫ নবেম্বর প্রথম দফায় ৪৮৫ পরিবারের ২ হাজার ২৬০ রোহিঙ্গাকে প্রত্যাবাসন করার প্রস্তুতি চলছে। এ জন্য টেকনাফের কেরুনতলী ট্রানজিট পয়েন্ট প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি নাইক্ষ্যংছড়ির ঘুমধুম পয়েন্টের প্রস্তুতিও চলছে। এ দুটি পয়েন্ট দিয়ে ধাপে ধাপে রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম চলবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। যদিও বিজিবির পক্ষ থেকে ট্রানজিট পয়েন্ট নিয়ে কোন তথ্য দেয়া হচ্ছে না। সূত্র জানায়, সবকিছু ঠিকমতো এগিয়ে গেলে আগামী ১৫ নবেম্বর প্রত্যাবাসনের আনুষ্ঠানিকতা শুরু হবে। রবিবার সীমান্তের বালুখালি পয়েন্টে আকস্মিকভাবে থেমে থেকে প্রায় আধঘণ্টা বিজিপির গুলিবর্ষণ এবং এ গুলিবর্ষণের ফলে এপারে একজন রোহিঙ্গা যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি সম্পূর্ণ অনাকাক্সিক্ষত ঠেকছে সংশ্লিষ্ট মহলে। সূত্র জানায়, এমনিতেই রোহিঙ্গারা প্রত্যাবাসন প্রক্রিয়ায় ভীতসন্ত্রস্ত। যাদের ফিরে যাওয়ার ইচ্ছা রয়েছে তাদের মন থেকে সংশয় দূরীভূত হয়নি। মিয়ানমার পক্ষ নাগরিকত্বের দাবি পূরণের আশ্বাসসহ সার্বিক নিরাপত্তা প্রদানের কথা বলেছে। কিন্তু রোহিঙ্গাদের মনে সন্দেহের যে রেখাপাত রয়েছে তা দূরীভূত হচ্ছে না। এরপরও প্রত্যাবাসনে যারা আগ্রহী তারা প্রস্তুতি নিচ্ছে। এমনিতর অবস্থায় ওপার থেকে এপারমুখী গুলিবর্ষণের ঘটনাটি নতুন করে সন্ত্রস্তভাব সৃষ্টি করেছে। বিজিপির গুলিতে গুলিবিদ্ধ হয়েছে নুরুল ইসলাম। তাকে রহমতের বিল এলাকা থেকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং রেড ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানায়, সে চিংড়ি ঘেরের একজন শ্রমিক। সীমান্ত এলাকায় সে একটি চিংড়ি প্রজেক্টে কাজ করত। প্রতিদিনের ন্যায় রবিবারও সে কাজ করতে যায়। দুপুর বারোটার দিকে আকস্মিক ওপার থেকে বিজিপির গুলিবর্ষণ শুরু হয়। থেমে থেমে এ ঘটনা চলে প্রায় আধঘণ্টা। এ সময় নুর ইসলামের ডান হাত গুলিবিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করতে গেলে তাদের লক্ষ্য করেও কয়েক রাউন্ড গুলি ছোড়ে বিজিপি। একপর্যায় গুলিবর্ষণ থামার পর নুরুল ইসলামকে উদ্ধার করে নিয়ে আসা হয়। বিজিবির কক্সবাজার ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর ইকবাল রবিবার সন্ধ্যায় জনকণ্ঠকে জানান, অহেতুক বিনা উস্কানিতে বাংলাদেশ অভ্যন্তরমুখী বিজিপির গুলিবর্ষণের ঘটনার বিরুদ্ধে কক্সবাজার বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। গুলিবর্ষণের এ ঘটনায় সীমান্তের প্রতিটি পয়েন্টে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। গুলিবর্ষণের এ ঘটনার প্রতিবাদের বিপরীতে কি জবাব আসছে এর প্রতীক্ষায় রয়েছে বিজিবি। রোহিঙ্গা শিবিরে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ॥ উখিয়া-টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার পৌঁছে সরেজমিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালা কৃষ্ণণ। রবিবার দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে তুমব্রু রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা হন ভিভিয়ান বালা কৃষ্ণণ। সৌদি আরবে আটক ১২ রোহিঙ্গা ॥ বাংলাদেশী পাসপোর্ট নিয়ে সৌদি আরবে গিয়ে থেকে যাওয়ার পর আটক হয়েছে ১২৮ রোহিঙ্গা। তাদের সে দেশের জেলে রাখা হয়েছে। বাংলাদেশী পাসপোর্টধারী এসব রোহিঙ্গাদের ফেরত নেয়ার জন্য সৌদি আরব ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক পত্র দিয়েছে।
×