ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভেদাভেদ ভুলে কাজ করতে হবে ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৩:৫৮, ৫ নভেম্বর ২০১৮

 ভেদাভেদ ভুলে  কাজ করতে  হবে ॥ পররাষ্ট্র  প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না। নৌকার মনোনয়ন যিনি পাবেন আমরা সকলেই তার পক্ষে কাজ করব। সেখানে আমি বাদে অন্য কেউ মনোনয়ন নিয়ে আসলে তার পক্ষেই সকলকে কাজ করতে হবে। তিনি বলেন, ‘আমি নিজেও মাঠে থেকে নৌকার মাঝির জন্য জানপ্রাণ দিয়ে কাজ করব। তাই সকলের প্রতি অনুরোধ নৌকার বিজয়ের জন্য ছোট ছোট ভুল পেছনে রেখে মাঠে কাজ করতে হবে। নৌকা প্রতীকের বিজয়ের জন্য এখন থেকেই মাঠে নেমে পড়তে হবে। এজন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। রবিবার সকালে চারঘাট উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নৌকা বিজয়ী করতে না পারলে থমকে যেতে পারে এদেশের উন্নয়ন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাত শক্ত করতে আবারও নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য সাইফুল ইসলাম বাদশা, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক প্রমুখ বক্তব্য রাখেন। পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপজেলার শলুয়া, ভায়ালক্ষিপুরে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
×