ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৩:৫৭, ৫ নভেম্বর ২০১৮

 রাজশাহীতে ট্রাক চাপায়  দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়ায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়া উপজেলার তারাপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজশাহী বিমানবন্দর থানার বৈরাগীপাড়া এলাকার জেকের আলীর ছেলে ইমন আলী (২৪) ও একই থানার তকিপুর এলাকার নজরুল ইসলামের ছেলে সুজন ইসলাম (২৬)। জানা গেছে, সকালে নাটোরগামী মালবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে। এ সময় ওই ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। বাগেরহাটে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার বাগেরহাট থেকে জানান, রামপালে মাইক্রোবাসের ধাক্কায় পলাশ শেখ (৪০) নামে এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার সকালে বাগেরহাট-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার সোনাতুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটিসহ চালককে আটক করেছে পুলিশ। মাইক্রোবাসটি বেসরকারী ওমেরা পেট্রোলিয়ামের। পলাশ শেখ রামপাল উপজেলার সোনাতুনিয়া গ্রামের প্রয়াত শহীদ শেখের ছেলে। হাইওয়ে পুলিশের কাটাখালী থানার এসআই মলয়েন্দ্র নাথ রায় বলেন, স্থানীয় ঘের মালিক পলাশ শেখ তার মাছের ঘেরে কাজ সেরে মোটরসাইকেলযোগে বাড়িতে ফেরার পথে মোংলা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কায় দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। মাগুরায় স্কুলছাত্রী নিজস্ব সংবাদদাতা মাগুরা থেকে জানান, মাগুরা-যশোর ভায়া আড়পাড়া সড়কের সদর উপজেলার কাটাখালী এলাকায় শনিবার রাতে ১১টার দিকে কাভার্ড ভ্যানের ধাক্কায় বন্যা খাতুন (১১) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বন্যা বেরইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী এবং সদর উপজেলার বেরইল গ্রামের টুকু মিয়ার মেয়ে। সিদ্ধিরগঞ্জে রিক্সাচালক স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকায় কাভার্ডভ্যান একটি ব্যাটারিচালিত রিক্সাকে ধাক্কা দিলে বাবুল মিয়া (৫০) নামে রিক্সাচালক নিহত হয়েছে। এ ঘটনায় রিক্সার দু’যাত্রী আহত হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক কাভার্ডভ্যানটির কাঁচ ভাংচুর করেছে। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে ১১টায়। জানা যায়, বেলা সাড়ে ১১টায় মিজমিজি এলাকার রপ্তানিমুখী একটি পোশাক কারখানার কাভার্ডভ্যান নারায়ণগঞ্জ শহরের দিকে যাচ্ছিল।
×