ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘হাজির বিরিয়ানি’ গানে প্রতিবাদ

প্রকাশিত: ০৭:০১, ৪ নভেম্বর ২০১৮

‘হাজির বিরিয়ানি’ গানে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার ॥ ‘দহন’ চলচ্চিত্রের ‘হাজির বিরিয়ানি’ শিরোনামের গানটি ইউটিউবে প্রকাশের পর থেকে নানা সমালোচনা শুরু হয়েছে। গানটির শুরু থেকে শেষ পর্যন্ত বয়েছে অশ্লীল শব্দের ব্যবহার। গানটির কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। সঙ্গীত পরিচালনাও দিয়েছেন আকাশ সেন। গানটি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে। সাধারণ মানুষ থেকে শুরু করে সঙ্গীত সংশ্লিষ্টরা এর তীব্র সমালোচনা করেছেন। সবারই একটাই মত, গানটির কথা কোনভাবেই মেনে নেয়া যায় না। বাংলাদেশের চলচ্চিত্রে এই ধরনের অশ্লীল কথার গান নিষিদ্ধ হওয়া উচিত। গানটি যাতে কোনভাবেই সেন্সর ছাড়পত্র না পায় এবং চলচ্চিত্র থেকে বাদ দেয়া হয় তার দাবি জানাতে সম্প্রতি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করে অভিযোগ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সঙ্গীত পরিচালক, গীতিকারের একটি প্রতিনিধি দল। আবেদনপত্রে গানটি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানো সঙ্গীতাঙ্গনের ৭১ জন গায়ক-গায়িকা, সুরকার-সঙ্গীত পরিচালক ও গীতিকারের স্বাক্ষর যুক্ত করে দেয়া হয়েছে। বিকেল চারটার কিছু আগে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী, শেখ সাদী খান, ফরিদ আহমেদ, শওকত আলী ইমন, গায়ক শুভ্র দেব ও গীতিকার কবির বকুল। এদিকে দেশের সঙ্গীতাঙ্গনের প্রায় সকলেই ‘হাজির বিরিয়ানি’ গানটি অশ্লীল বলে মন্তব্য করেছেন। তাই এমন কথার গানটি বাতিলের প্রতিবাদে স্বাক্ষর করেছেন শিল্পী সাবিনা ইয়াসমিন, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, শিল্পী এ্যান্ড্রু কিশোর, কনকচাঁপা, ফোয়াদ নাসের বাবু, কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, হাসান মতিউর রহমানসহ মোট ৭১ জন গায়ক-গায়িকা, গীতিকার এবং সুরকার ও সঙ্গীত পরিচালক।
×