ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সবুজবাগে রাশেদ হত্যার দুই আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৬:২৪, ৪ নভেম্বর ২০১৮

সবুজবাগে রাশেদ হত্যার দুই আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সবুজবাগে অটোরিক্সা চালক রাশেদ হত্যার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, ছিনতাইকারী জাহিদ হাসান অপু (২৫) ও সোলায়মান (১৮)। হত্যাকা-ের তিনদিন পর শুক্রবার রাতে খিলগাঁওয়ের তিতাস রোড ও ছোট বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃত জাহিদ ও সোলায়মান পেশাদার ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ৩০ অক্টোবর রাতে নন্দিপাড়া ব্রিজ থেকে রাশেদকে মানিকদিয়া কাঠের পুলে যাওয়ার জন্য ভাড়া করে। রাশেদকে নিয়ে মানিকদিয়া কাঠের পুল যাওয়ার পর সেখানে মাটির ট্রাক এবং লোক সমাগম থাকায় তারা কৌশল করে অটোরিক্সার গতিপথ পরিবর্তন করে। এরপর তারা আনুমানিক রাত দেড়টা থেকে ২টার মধ্যে সবুজবাগের বেগুনবাড়ি এলাকায় গিয়ে পৌঁছেন। সেখানে অনেকটা নির্জন এবং জনমানবহীন দেখে তারা অটো থামাতে বলে। এরপর অটোরিক্সা চালক রাশেদের গলায় ধারালো ছুরি ধরে জাহিদ। পরে রাশেদ তার পকেটের ৪৩০ টাকা এবং ব্যবহৃত মোবাইল ফোনটি দিয়ে দেয়। এরপর তারা অটোরিক্সাটি ছিনিয়ে নিতে চায়। বাধা দিলে তাদের সঙ্গে রাশেদের ধস্তাধস্তির শুরু হয়। একপর্যায়ে জাহিদ অটোরিক্সা চালক রাশেদের গলায় ছুরি চালিয়ে দেয়। রাশেদ তখন ছিনতাইকারী জাহিদকে ঝাপটে ধরে। এ সময় জাহিদ রাশেদকে উপর্যুপরি বুকের নিচে ছুরি দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে জাহিদ রক্তাক্ত ছুরিটি পাশের জলাশয়ে ফেলে দেয়। পরে অটোরিক্সা চালক রাশেদের মৃতদেহ রাস্তায় ফেলে রাখে। পরে জাহিদ ও সোলায়মান অটোরিক্সাটি নিয়ে পালিয়ে যায়। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত ৩১ অক্টোবর সকালে সবুজবাগের দক্ষিণগাঁও বেগুনবাড়ি এলাকায় অটোরিক্সা চালক রাশেদের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে থেকে রাশেদের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় সবুজবাগ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। পরে আসামিদের গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশের জলাশয় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
×