ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

১১ বছরেই প্রকৌশল শিক্ষক

প্রকাশিত: ০৫:৩৮, ৩ নভেম্বর ২০১৮

  ১১ বছরেই প্রকৌশল শিক্ষক

সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাসান আলী। বয়স ১১। আর এই বয়সেই সে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নানা বিষয় শেখাচ্ছে। ঘটনাটি অবাক করার মতো হলেও ঠিক। এমন ঘটনাই ঘটছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। অথচ অন্য শিশুর মতোই সে প্রতিদিন স্কুলে যায়। কিন্তু সন্ধ্যা ৬টার পর রোজ বাড়িতে ক্লাস শুরু করে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নিয়ে। এ জন্য কোন অর্থও নেয় না সে। হাসান জানায়, সব কিছু সে রপ্ত করেছে ইন্টারনেটে বিভিন্ন ভিডিও দেখে। এক বছর ধরেই ডিজাইনিং ও ড্রাফটিং বিষয়ে শিক্ষার্থীদের পড়াচ্ছে হাসান। হাসান আলী জানায়, ইন্টারনেটে অনেক ভিডিও দেখেছি। ভারতীয়রা বিদেশে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন রকম চাকরি করেন। আর এটাই আমাকে ভাবাতে শুরু করে। আমি বুঝতে পেরেছি, এখানকার ইঞ্জিনিয়ারদের প্রযুক্তিগত ও কথা বলার দক্ষতায় ঘাটতি রয়েছে। যদিও আগে আমার পছন্দের বিষয় ছিল ডিজাইনিং; কিন্তু আমি এখন এ বিষয় নিয়ে পড়ানো শুরু করেছি। হাসান প্রসঙ্গে জি সুষমা নামে তার এক ছাত্রী বলেন, ‘আমি সিভিল নিয়ে পড়ি। এক মাস ধরে এখানে আসছি। ও বয়সে ছোট কিন্তু খুব ভালভাবে আমাদের বোঝায়। হাসান খুব দক্ষ ও মেধাবী। তোমার ভবিষ্যত পরিকল্পনা কী জানতে চাইলে হাসান বলে, দেশের জন্য কিছু করতে চাই। আর এই কাজের মাধ্যমে সেই লক্ষ্যে ছুঁতে চাই। এনডিটিভি অবলম্বনে।
×