ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আট দলের যোগদান

জাতির স্বার্থেই সংলাপে অংশ নেব ॥ বি চৌধুরী

প্রকাশিত: ০৭:৩৪, ২ নভেম্বর ২০১৮

জাতির স্বার্থেই সংলাপে অংশ নেব ॥ বি চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে আসা দুই দলসহ আটটি রাজনৈতিক দল আনুষ্ঠানিক যোগ দিল বিকল্পধারায়। বৃহস্পতিবার এক যোগদান অনুষ্ঠানে একে একে সব দলের নেতারা বিকল্পধারার প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে দলে যোগ দেন। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, আমরা সরকারকে সংলাপে বসতে বাধ্য করেছি। এতে জনগণের বিজয় হয়েছে। দেশ ও মানুষের স্বার্থেই আমরা সংলাপে যাব। সেখানে মানুষের ভোটের অধিকার নিয়ে কথা বলব। নিশ্চয় বিজয় আসবে। বৃহস্পতিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুক্তফ্রন্ট আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বি চৌধুরী বলেন, ‘আমরা বারবার বলে এসেছি সংলাপ করতে হবে। কারণ সংলাপ ছাড়া ভাল কোন কিছু সম্ভব নয়। সুষ্ঠু ভোট তো অনেক পরের কথা। কিন্তু সরকারের পক্ষ থেকে প্রতিবারই বলা হয়েছিল, কোন সংলাপ হবে না। শেষপর্যন্ত তারা সংলাপে বসতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী সংলাপের জন্য ডেকেছেন। আমরা সংলাপে জাতির স্বার্থে অংশ নেব। এতে জনগণের বিজয় অর্জিত হয়েছে। সংলাপ যাতে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য হয় সে চেষ্টা করব। সরকারের উদ্দেশে সাবেক রাষ্ট্রপতি বলেন, ‘কী উন্নয়ন করেছেন তা জনগণ জানে, ভোটও দেবে জনগণ। জনগণ এও জানে যে উন্নয়নের নামে অর্ধেক চুরি করেছেন আপনারা। চুরি না করলে ডাবল উন্নয়ন হতো। আমরা ক্ষমতায় গেলে চুরি বন্ধ করব। তখন ডাবল উন্নয়ন হবে। গণতন্ত্রের গলায় আপনারা শেকল পরিয়েছেন। মানুষের জন্য গণতন্ত্র আর গণতন্ত্রের জন্যই সংবিধান। কাজেই সংবিধান পরিবর্তন করা অন্যায় নয়। তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, আমরা শ্রদ্ধার রাজনীতি করতে চাই। দেশে অনেক অশ্রদ্ধার রাজনীতি হয়েছে, আর নয়। বঙ্গবন্ধু, মওলানা ভাসানী, এ কে ফজলুল হক, জিয়াউর রহমানসহ যত গুণী ব্যক্তি আছেন সবাইকে শ্রদ্ধার সঙ্গে রাখতে চাই। যে মাটিতে মিশে আছে মা-বাবা ভাই-বোনসহ কত শত মানুষের রক্ত। যারা এই দেশের রক্তাক্ত মাটিকে চুমু দিতে পারে না, তাদের সঙ্গে আমরা থাকব না। এতে অন্যায় হলে হবে।’
×