ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ কুয়েত যাচ্ছেন শূটার বাকী ও শাকিল

প্রকাশিত: ০৬:৩৪, ২ নভেম্বর ২০১৮

আজ কুয়েত যাচ্ছেন শূটার বাকী ও শাকিল

স্পোর্টস রিপোর্টার ॥ একাদশ এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে আজ শুক্রবার সকালে কুয়েত যাচ্ছেন বাংলাদেশের দুই শূটার আবদুল্লাহ হেল বাকী এবং শাকিল আহমেদ। প্রতিযোগিতা শুরু শুক্রবার থেকেই। আর শেষ হবে ১২ নবেম্বর। বাকী খেলবেন ১০ মিটার এয়ার রাইফেলে। তার ইভেন্ট ৫ নবেম্বর। ৭ নবেম্বর শাকিলের ইভেন্ট ১০ মিটার এয়ার পিস্তল। এই দুই শূটারের সঙ্গে যাচ্ছেন তাদের কোচ দক্ষিণ কোরিয়ার কিম ইল ইয়ং। বাহফে থেকে পদত্যাগের হুমকি মেরিনারের কর্মকর্তাদের! স্পোর্টস রিপোর্টার ॥ মোহামেডান-মেরিনার ক্লাবের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার হকি লীগের ম্যাচের ঘটনা শেষ পর্যন্ত গড়াতে যাচ্ছে পদত্যাগে। বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) গত ৭ জুনের মেরিনার-মোহামেডান অমীমাংসিত ম্যাচের ফল ১-১ গোলে ঘোষণা দিলে চ্যাম্পিয়ন ঘোষিত হয় মোহামেডান। আবাহনী হয় রানার্সআপ এবং মেরিনার তৃতীয়। বাহফে এই সিদ্ধান্তের প্রতিবাদে মেরিনার ক্লাবের কর্মকর্তারা বাহফের এ্যাডহক কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এরা হলেন : বাহফের সহ-সভাপতি একেএম মমিনুল হক সাঈদ, যুগ্ম সম্পাদক বদরুল ইসলাম ও নজরুল ইসলাম মৃধা। এর মধ্যে দিপু ও নজরুল পদত্যাগপত্র জমা দেবেন। পরবর্তীতে সহ-সভাপতি পদও ছাড়বেন সাঈদ। বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের (বিএসপিএ) আয়োজনে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে আন্তঃবিএসপিএ ক্রীড়া উৎসব ‘মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভ্যাল-২০১৮’। সপ্তাহব্যপী এ আয়োজন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম কমপ্লেক্সে অবস্থিত বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এবার ৮টি ডিসিপ্লিনের ১১টি ইভেন্টের খেলায় অংশ নেবেন বিএসপিএ’র সদস্যরা। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার পল্টনের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামের সম্মেলন কক্ষে কার্নিভ্যালের বিভিন্ন তথ্য উপস্থাপন করেন আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম। বিএসপিএ’র সহ-সভাপতি পরাগ আরমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক ওয়ালটনের হেড অব স্পোর্টস ও অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার ডন এবং আয়োজক কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান ।
×