ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে আগামীকাল শুরু প্রথম টেস্ট

প্রকাশিত: ০৬:২৮, ২ নভেম্বর ২০১৮

সিলেটে আগামীকাল শুরু প্রথম টেস্ট

মিথুন আশরাফ ॥ মাঝখানে আর একদিন আছে। শুক্রবার দিনটি যেতেই শনিবার থেকে বাংলাদেশ ও জিম্বাবুইয়ের মধ্যকার টেস্ট সিরিজ শুরু হবে। প্রথম টেস্ট দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ম্যাচটি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। সকাল সাড়ে নয়টায় টেস্ট শুরু হবে। এ সিরিজের আগে দুই দলের মধ্যকার ওয়ানডে সিরিজ হয়। সিরিজে বাংলাদেশ একচেটিয়া আধিপত্য বিস্তার করে নেয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই জিতে জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করে। প্রথম ওয়ানডেতে ২৮ রানে জেতার পর দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে জিতে বাংলাদেশ। টেস্ট সিরিজেও কী জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করা সম্ভব? জিম্বাবুইয়ের বিপক্ষে সর্বশেষ দুই সিরিজে মধুর স্মৃতি মিলেছে বাংলাদেশের। জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করেছে। এবারও সেই সম্ভাবনাই দেখা হচ্ছে। জিম্বাবুইয়ে দলটি প্রস্তুতি ম্যাচেও নিজেদের মেলে ধরতে পারেনি। প্রস্তুতি ম্যাচেই যেখানে জিম্বাবুইয়ে ব্যাটসম্যানরা উইকেট আঁকড়ে থাকতে পারেননি, সেখানে মূল ম্যাচে কিভাবে কঠিন পরিস্থিতিতে বাংলাদেশকে ফেলবে। তাই টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনাই দেখা যাচ্ছে। প্রথম টেস্টের পর ১১ নবেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে। অবশ্য টেস্টে সাকিব আল হাসান ও তামিম ইকবাল না থাকায় জিম্বাবুইয়ে একটু এগিয়েই থাকতে পারে। ওয়ানডে ও টি২০তে যেভাবে বাংলাদেশের খেলায় উজ্জ্বলতা ছড়ায়, টেস্টে যে সেই ঝলক দেখা যায় না। তাই এ নিয়ে একটু ভাবনা থাকছেই। তবে যে ক্রিকেটাররা দলে আছেন তারা নিজেদের মেলে ধরতে বদ্ধপরিকর। তাতে বাংলাদেশেরই দিন শেষে জয় মিলতে পারে। পেসার খালেদ আহমেদ, অলরাউন্ডার আরিফুল হক, ব্যাটসম্যান-উইকেটরক্ষক মোহাম্মদ মিঠুন ও স্পিনার নাজমুল ইসলাম অপু প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। সঙ্গে ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ রাহিরাতো দলে স্থায়ী হতে নিজেদের সেরা খেলাটাই খেলতে চাইবেন। যদি খেলতে পারেন তাহলে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহীম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলামদের নৈপুণ্য মিলিয়ে জিম্বাবুইয়েরতো কুলিয়ে ওঠাই কঠিন হয়ে পড়বে। মাহমুদুল্লাহর জন্য অবশ্য কঠিনই হয়ে পড়েছে এ টেস্ট সিরিজটি। গত কয়েকটি টেস্ট ম্যাচে বাংলাদেশের অবস্থা ভাল ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে গত বছর আগস্টে টেস্ট জেতার পর থেকে সাতটি টেস্ট খেলেছে বাংলাদেশ। একটি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ড্র করেছে। এছাড়া ছয়টিতেই হেরেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের অবস্থা বেহাল ছিল। ইনিংস ব্যবধানে প্রথম টেস্ট হারের পর দ্বিতীয় টেস্ট ১৬৬ রানে হেরেছে বাংলাদেশ। এবার সাকিব ও তামিমের মতো ক্রিকেটারকে ছাড়া জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট খেলতে হবে বাংলাদেশকে। প্রথম টেস্টটি হবে আবার সিলেটে। প্রথমবারের মতো সিলেটে টেস্ট খেলা হবে। জিম্বাবুইয়ের দলটিও আবার শক্তিশালী। তবে এই দলটিকেই যেভাবে ওয়ানডেতে হারানো গেছে তাতে টেস্টেও আশা দেখা হচ্ছে। এর আগে ১৪ টেস্টে দুই দল মুখোমুখি হয়েছে। ৫টি টেস্টে বাংলাদেশ, ৬টি টেস্টে জিম্বাবুইয়ে জিতেছে। তিনটি টেস্ট ড্র হয়েছে। ২০১৪ সালে দুই দলের মধ্যকার সর্বশেষ টেস্ট সিরিজ খেলা হয়েছে। সেই সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুইয়ে। টানা তিন টেস্টেই হেরেছে। প্রায় চার বছর পর আবার দুই দল টেস্টে পরস্পরের বিপক্ষে খেলতে নামবে। শনিবার যে টেস্টটি শুরু হবে তা সিলেটে হবে। প্রথমবারের মতো সিলেটে হবে খেলা। এ জন্য ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ভেন্যুর মর্যাদা পাবে সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম টেস্ট ম্যাচে অভিষিক্ত হওয়ায় দিনটি বর্ণিল করে রাখতে ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিষেক টেস্টকে স্মরণীয় করে রাখতে সিলেটবাসীকে মাঠে এসে টেস্ট ম্যাচ উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেল বাজিয়ে আম্পায়ার ম্যাচ শুরু করবেন। অভিষেক ম্যাচ উপলক্ষে করা স্যুভেনিরে সিলেটের ক্রিকেটের ইতিহাস, ঐতিহ্যসহ নানা বিষয় নিয়ে বিশেষ প্রকাশনা থাকছে। টসে খেলার স্মারক কয়েন করা হয়েছে। উভয় দলের ক্রিকেটার, কর্মকর্তা ও সাংবাদিকদের জন্য থাকছে বিশেষ স্মারক। অভিষেক টেস্টে দর্শকদের ক্রয় করা টিকেটটাও একটা ‘স্মারক’। ১৮ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটিতে প্রথমবারের মতো টেস্ট হবে। তাতে বাংলাদেশের জয় লেখা থাকলেই এখন হয়।
×