ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্যোগ সহনশীল গৃহ নির্মাণের নক্সার মোড়ক উন্মোচন

প্রকাশিত: ০৬:১১, ২ নভেম্বর ২০১৮

দুর্যোগ সহনশীল গৃহ নির্মাণের নক্সার মোড়ক উন্মোচন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ বাংলাদেশের দুর্যোগপ্রবণ অঞ্চলগুলোতে স্বল্প খরচে দুর্যোগ সহনশীল গৃহ নির্মাণের নক্সার মোড়ক উন্মোচন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ভবনের সভা কক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ‘কারিতাস বাংলাদেশ’-এর যৌথ উদ্যোগে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ‘কারিতাস বাংলাদেশ’ এর নির্বাহী পরিচালক ফ্রান্সিস অতুল সরকার। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসানুল কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উক্ত বিভাগের অধ্যাপক ড. মোঃ শরিফুল ইসলাম, অধ্যাপক ড. তাহসিন রেজা হোসেন, অধ্যাপক ড. আইনুন নিশাত ও ‘কারিতাস ফ্রান্স’ এর প্রকল্প কর্মকর্তা পাবলো হ্যারু পেরেজ। ‘কারিতাস ফ্রান্স’, ‘কারিতাস লুক্সেমবার্গ’, ও ফ্রান্সের ঈৎধঃবৎৎব বিশ্ববিদ্যালয় স্বল্প খরচে দুর্যোগ সহনশীল গৃহ নির্মাণের নকশা তৈরিতে সহযোগী হিসেবে কাজ করে।
×