ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

তিন প্রান্তিকে ডেল্টা লাইফের তহবিল বেড়েছে

প্রকাশিত: ০৬:২৯, ৩১ অক্টোবর ২০১৮

তিন প্রান্তিকে ডেল্টা লাইফের তহবিল বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল ১২ কোটি ৯৪ লাখ টাকা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৬৮৭ কোটি ১৬ লাখ টাকায়। যা এর আগের বছর একই সময়ে ৭৩ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৫৪৪ কোটি ৭ লাখ ৬০ হাজার টাকায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এদিকে তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ কোম্পানির তহবিল বেড়েছে ৩৫ কোটি ৫৯ লাখ ৭০ হাজা টাকা। যা এর আগের বছর একই সময়ে বাড়ে ২৭ কোটি ৮৯ লাখ ৪০ হাজার টাকা। ডেল্টা লাইফ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় ডেল্টা লাইফ। ২০১৫ হিসাব বছরের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০১৪ হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ পান এর শেয়ারহোল্ডাররা।।
×