ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেটে বিপুল বিস্ফোরক দ্রব্যসহ আটক এক

প্রকাশিত: ০৪:৫৭, ২৯ অক্টোবর ২০১৮

 সিলেটে বিপুল বিস্ফোরক দ্রব্যসহ আটক এক

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জকিগঞ্জের বাবুরখাল ব্রিজের কাছ থেকে ১০০ হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল এবং ১০০ ইলেকট্রিক ডেটোনেটরসহ আব্দুল মন্নান (৩৮) নামের ১ জনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন। শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জকিগঞ্জ উপজেলাধীন কোনাগ্রাম বাবুরখাল ব্রিজ এলাকা থেকে এসব বিস্ফোরকদ্রব্যসহ তাকে আটক করা হয়। আটক আব্দুল মন্নান উপজেলার বারঠাকুরি ইউনিয়নস্থ দিঘলী গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে। রবিবার এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নেমে র‌্যাব-৯ এর সদস্যরা স্থানীয় বাবুরখাল ব্রিজের ওখানে পৌঁছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে একজনকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার হেফাজতে থাকা ৫টি নীল রংয়ের পলি ব্যাগ ভর্তি খাকী কাগজে মোড়ানো ১০০ হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল এবং সাদা তারসহ ১০০ ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। র‌্যাব জানায়- উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন এবং উচ্চ মানসম্পন্ন। যার ১০টি দ্বারা একটি ২-৩ তলা স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দেয়া সম্ভব। র‌্যাব জানায়, আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায় এই বিস্ফোরকগুলো মূলত সীমান্তবর্তী এলাকার কয়লাখনি সমূহে ব্যবহৃত হয় এবং এর চালান আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন কয়লা খনিতে কর্মরত কিছু অসাধু কর্মচারীর মাধ্যমে দুর্গম এলাকার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী জানান, এই বিস্ফোরকের সঙ্গে পূর্বে আটককৃত জঙ্গীদের কাছ থেকে উদ্ধারকৃত বিস্ফোরকের মিল রয়েছে।
×