ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত ৪ ॥ গুলিবিদ্ধ পুলিশসহ ১৫

প্রকাশিত: ০৭:২১, ২৮ অক্টোবর ২০১৮

 যুক্তরাষ্ট্রে গুলিতে  নিহত ৪ ॥ গুলিবিদ্ধ পুলিশসহ ১৫

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়ার পিটসবার্গ শহরে ইহুদীদের একটি সিনেগগ চত্বরে বন্দুকধারীর গুলিতে অন্তত চার জন নিহত ও ১২ জন গুলিবিদ্ধ হয়েছে। বন্দুকধারীকে প্রতিরোধ করতে গিয়ে আহত হয়েছে তিন পুলিশ। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটে। খবর সিএএন, বিবিসি ও ওয়াশিংটন পোস্টের। শহরের ট্রি অব লাইফ সিনেগগে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন এ্যালেগেইনি কাউন্টির ডেপুটি শেরিফ কেভিন ক্রাউস। তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, তিন পুলিশ গুলিবিদ্ধ হয়েছে এবং সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে। গুলিবর্ষণকারীকে তারা আত্মসমর্পণে বাধ্য করেছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানান, বন্দুকধারী সিনেগগে ঢুকেই গুলিবর্ষণ শুরু করে। এ সময় সিনেগগে প্রার্থনা চলছিল। আত্মসমর্পণের পর বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে পুলিশ। বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দেয়া হয়েছে। পিটসবার্গ পুলিশের মুখপাত্র জ্যাসন লান্ডো জানান, কর্মকর্তারা পিটসবার্গের স্কুইরিল হিলের ওই সিনেগগে তল্লাশি অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের চ্যানেলগুলোতে সম্প্রচারিত ফুটেজে পুলিশের সোয়াত টিম ও বেশ কয়েকটি এ্যাম্বুলেন্সকে ঘটনাস্থলে দেখা গেছে। বন্দুকধারী একজন দাড়িওয়ালা শ্বেতাঙ্গ।
×