ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা নারীকে বিয়ে ॥ অবশেষে শ্রীঘরে

প্রকাশিত: ০৩:৫২, ২৮ অক্টোবর ২০১৮

রোহিঙ্গা নারীকে বিয়ে ॥ অবশেষে শ্রীঘরে

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রোহিঙ্গা কিশোরীকে বিয়ে করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত আলিউল ইসলাম নামে স্থানীয় এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে। শনিবার সকালে টেকনাফ থানা পুলিশ তাকে কক্সবাজার জেলহাজতে পাঠিয়ে দিয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, গত বছরের সেপ্টেম্বরে অনুপ্রবেশকারী রোহিঙ্গা কিশোরী তছলিমা আক্তার উখিয়ার শফিউল্লাহ কাটা ময়নারঘোনার ১৬নং ক্যাম্প ব্লক সি-১২ কক্ষে আশ্রিত রোহিঙ্গা মৌলবি জুহুর আহম্মদের পালিত মেয়ে। তাকে বিয়ে করে গ্রামের বাড়িতে নিয়ে আসে টেকনাফের হোয়াইক্যং ঘিলাতলীর বাসিন্দা মৃত আবদুল মজিদের পুত্র আলিউল ইসলাম। জানা গেছে, দ-িত ওই যুবক ইতোপূর্বে রোহিঙ্গা কিশোরী ইয়াছমিন আক্তার (১৬) ও শাবনাজ পারভিন (২৬) নামে আরও দুই রোহিঙ্গা মেয়েকে বিয়ে করেছিল। সর্বপ্রথম বিয়ে করে বাংলাদেশী এক কিশোরীকে। ছাত্র সমাবেশ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ ছাত্র সমাবেশে নৌকার পক্ষে ভোট চাইলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপির ছেলে শেখ সারহান নাসের তন্ময়। শনিবার বিকেলে বাগেরহাট সরকারী পিসি কলেজ মাঠে জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শেখ তন্ময় বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এজন্য ছাত্রলীগের পাশাপাশি শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে জনগণের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে। জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, সরকারী পিসি কলেজের অধ্যক্ষ অভিজিৎ বসু প্রমুখ।
×